সহজ জয়! দেশের ১৫তম রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু, হেরে গিয়েও শুভেচ্ছা বার্তা যশবন্তের

দেশের 15তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা চলছে। এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয়। রাতের মধ্যে সমস্ত ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। ভোট গণনা চলছে সেই 63 নম্বর কক্ষে, যেখানে সংসদ সদস্যদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এই কক্ষটিকে স্ট্রংরুমে রূপান্তর করে ব্যালট বাক্স রাখা হয়েছিল। সেখানে বর্তমানে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

প্রথম রাউন্ডে দ্রৌপদী মুর্মু 3,78,000 মূল্যের 540 ভোট পেয়েছেন এবং যশবন্ত সিনহা 1,45,600 মূল্যের 208 ভোট পেয়েছেন। মোট 15টি ভোট অবৈধ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় রাউন্ডের পর প্রথম 10 টি রাজ্যের ব্যালট পেপারগুলি গণনা করা হয়েছিল, মোট বৈধ ভোট ছিল 1138, যার মোট মূল্য 1,49,575। এর মধ্যে দ্রৌপদী মুর্মু 809 ভোট পেয়েছেন, যার মূল্য 1,05,299 এবং যশবন্ত সিনহা 329 ভোট পেয়েছেন, যার মূল্য 44,276।

তৃতীয় রাউন্ডের গণনায় কর্ণাটক, কেরল, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা এবং পাঞ্জাবের ভোট গণনা করা হয়েছে। এই রাউন্ডে মোট বৈধ ভোট ছিল 1,333টি। মোট বৈধ ভোটের মূল্য 1,65,664টি। দ্রৌপদী মুর্মু 812 ভোট পেয়েছেন, যশবন্ত সিনহা 521 ভোট পেয়েছেন। তৃতীয় রাউন্ডের পর দ্রৌপদী মুর্মু মোট বৈধ ভোটের 50 শতাংশ পান। আর এর পরেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার রাস্তা তাঁর জন্য পরিস্কার হয়ে যায়।

এরপরই, দ্রৌপদী মুর্মুকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন যশবন্ত সিনহা। সিনহা টুইট করে লিখেছেন- 2022 সালের রাষ্ট্রপতি নির্বাচনে শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে তার জয়ের জন্য অভিনন্দন জানাতে আমি আমার সহ নাগরিকদের সাথে যোগ দিচ্ছি। ভারত আশা করে যে 15তম রাষ্ট্রপতি হিসাবে তিনি কোনও ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে কাজ করবেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর