ইডির জেরার সময় অসুস্থ। গ্রেফতারির পর শারীরিক অবস্থার অবনতি। শেষমেশ নেতাদের শেষ ঠিকানা SSKM-র ভর্তি হন পার্থ চট্টোপাধ্যায়। তবে, এই নিয়ে ইডির জোর আপত্তি ছিল। তাদের দাবি দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে SSKM কর্তৃপক্ষ। এমনকি তদন্তকারীদের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আর সেই কারণে তাঁরা হাই কোর্টে পার্থবাবুকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করে।
প্রথমে হাইকোর্ট ইডির আবেদনে সারা দেয়নি। আদালতের তরফ থেকে বলা হয় যে, দিল্লি বা ভুবনেশ্বরের AIIMS থেকে চিকিৎসক এনে পার্থবাবুর শারীরিক পরীক্ষা করা হোক। এরপরেও ইডি আপত্তি জাহির করে। শেষমেশ ইডির দাবি মেনে পার্থকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ায় সম্মতি জানায় হাইকোর্ট।
রবিবারই এই নির্দেশ দিয়ে দেওয়া হয়। এরপর সোমবার সাতসকালে এয়ার অ্যাম্বুল্যান্সে করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর AIIMS-র উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সকাল ৮:২৯ নাগাদ টেক অফ করে পার্থবাবুর এয়ার অ্যাম্বুল্যান্স। পার্থর সঙ্গে ৬ জন ইডি আধিকারিক, ২জন চিকিৎসক, একজন আইনজীবী সহ মোট ৯ জন পাড়ি দেন ভুবনেশ্বরে।
#WATCH | West Bengal Minister and former Education Minister of the state, Partha Chatterjee, arrives at Bhubaneswar airport along with ED officials. To be taken to AIIMS, Bhubaneswar. pic.twitter.com/Rw7eBYkGsP
— ANI (@ANI) July 25, 2022
গ্রিন করিডর করে ২৫ মিনিটে মন্ত্রীমশাইকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। ইতিমধ্যে ওনার এয়ার অ্যাম্বুল্যান্স ভুবনেশ্বরে অবতরণ করেছে। সেখানে শারীরিক পরীক্ষা করে সেই রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দেবেন ইডি আধিকারিকরা।