মাজারে ভাঙচুর দুই গেরুয়াধারীর! গ্রেফতার হতেই প্রকাশ্যে এল অভিযুক্ত কামিল ও আদিলের পরিচয়

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশ (Uttarpradesh) রাজ্যের বিজনোর (Bijnor), জেলা থেকে বর্তমানে ভয়ংকর ষড়যন্ত্রের খবর সামনে উঠে এসেছে। এদিন গেরুয়া রংয়ের পাগড়ি পরিহিত দুই যুবককে এলাকায় জালাল শাহের সমাধি ভাঙচুর করতে দেখা যায়। পরবর্তীতে পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর জানা যায় যে, ওই দুই যুবক আসলে মুসলিম (Muslim)! পরবর্তীতে কামিল মোহাম্মদ এবং আদিল মোহম্মদ নামে ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান, এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা। ইতিমধ্যে উত্তর প্রদেশ পুলিশের একটি বিশেষ দল এই ঘটনার তদন্তে নেমে পড়েছে।

গতকাল বিকেলের দিকে উত্তরপ্রদেশের বিজনোর জেলার শেরকোট থানা সংলগ্ন এলাকায় জালাল শাহের সমাধি ভাঙচুরের ঘটনা সামনে আসে। পরবর্তীতে আবার পার্শ্ববর্তী একটি গ্রামে ভুরে শাহের সমাধিও ভাঙচুর করে ওই দুই যুবক। তবে এক্ষেত্রে ভাঙচুর করার সময় গ্রামবাসীরা অভিযুক্তদের পাকড়াও করে ফেলে।

সূত্রের খবর, এরপরে স্থানীয় থানায় খবর দেওয়া হলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকার পুলিশ সুপার দীনেশ সিং জানান, “ঘটনার খবর পেতেই আমরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং বর্তমানে পুলিশের সতর্কতার কারণেই এলাকা শান্ত করা সম্ভব হয়েছে। এই ঘটনার দিকে আমাদের নজর রয়েছে এবং অভিযুক্তদের দ্রুত জিজ্ঞাসাবাদ করা হবে।”

Screenshot 2022 07 25 at 1.42.04 PM

স্বাভাবিকভাবেই দুই মুসলিম যুবক এভাবে গেরুয়া পাগড়ি পড়ে কেন কবর ভাঙচুরের ঘটনা ঘটালো, সে বিষয়ে একাধিক প্রশ্ন চিহ্ন সৃষ্টি হয়েছে। তবে এক্ষেত্রে প্রাথমিকভাবে ষড়যন্ত্রের দিকটি তুলে ধরা হয়েছে। অপরদিকে, এই ঘটনায় অভিযুক্ত দুই যুবক আদিল মোহাম্মদ এবং কামিল মোহাম্মদের পরিবার তাদেরকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করেছে। তবে পরবর্তীতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন কোনো তথ্য উঠে আসে কিনা, সেটাই দেখার।


Sayan Das

সম্পর্কিত খবর