বাংলা হান্ট ডেস্কঃ গত শনিবার এসএসসি (SSC) সংক্রান্ত দুর্নীতি মামলা গ্রেফতার করা হয় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এরপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থী থেকে শুরু করে রাজ্যের একাধিক মানুষ। আর এদিন ভুবনেশ্বরে (Bhubneswar) গিয়েও ছাড় পেলেন না মন্ত্রীমশাই। এদিন ভুবনেশ্বর এইমসে (Aiims) পৌঁছতেই পার্থকে উদ্দেশ্য করে এক বাঙালি রোগীর অভিযোগ, “আমি শিক্ষিত বেকার। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।”
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় গত শনিবার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এরপরে আদালতে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরবর্তীতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তৃণমূল নেতাকে। তবে কিছু মুহূর্ত পরেই কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমসে ভর্তি করার নির্দেশ দেন বিচারপতি। সেই নির্দেশ মতো এদিন সকালেই ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছে যায় এয়ার অ্যাম্বুলেন্স এবং সেখান থেকে সোজা এইমস পৌঁছায় সেই গাড়ি।
সংবাদমাধ্যম সূত্রের খবর, এরপরেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বেশ কয়েকজন মানুষ। ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করতে আসা এক বাঙালি রোগী জানান, “আমি শিক্ষিত বেকার।” পরবর্তীতে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তোলেন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। উল্লেখ্য, এদিন ভুবনেশ্বরে পৌঁছাতেই বুকে হাত দিয়ে অসুস্থতার ইঙ্গিত দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পরবর্তীতে এইমসে ভর্তি করার পর ইতিমধ্যে একটি বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়েছে বলেও জানা যাচ্ছে।
এদিন প্রথমে রক্তচাপ, ওজন, উচ্চতা এবং পালস রেট সহ একাধিক পরীক্ষা করা হয় তৃণমূল নেতার। পরবর্তীতে অসুখ, শারীরিক সমস্যা এবং সেই সংক্রান্ত কোন কোন ওষুধ খান তিনি, এ সকল সম্পর্কে জানতে চাওয়া হয়। এইমস সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের রিপোর্ট দেখার পাশাপাশি বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করার পরেই পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে তারা।