পশ্চিমবঙ্গ জোকারদের রাজ‍্য, এখানে না জন্মালেই ভাল হত: শ্রীলেখা মিত্র

বাংলাহান্ট ডেস্ক: স্পষ্ট কথা বলতে ডরান না শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। রাজনীতি সহ বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এসএসসিদুর্নীতি কাণ্ডে পার্থ চট্টপাধ‍্যায়ের গ্রেফতারি আর ২১ কোটি টাকা উদ্ধার হওয়া নিয়ে আগেই কটাক্ষ ছুঁড়েছিলেন শ্রীলেখা। এবার এ রাজ‍্য নিয়েই হতাশা প্রকাশ করলেন তিনি।

গত কয়েকদিনের পরিস্থিতি দেখে রীতিমতো বীতশ্রদ্ধ শ্রীলেখা। সোশ‍্যাল মিডিয়ায় তিনি লিখেছেন ‘পশ্চিমবঙ্গ জোকারদের রাজ‍্য। অমি চূড়ান্ত হতাশ। আমি এই রাজ‍্যের বাসিন্দা, এ নিয়ে আমার এতটুকুও গর্ব নেই। তোমার প্রতিটা বিষয় নিয়েই এখন ঘৃণা হোক। এখানে না জন্মালেই ভাল হত।’

Sreelekha 4
স‌ংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে আরো একপ্রস্থ ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা। রাজ‍্যে যেসব কাণ্ড হচ্ছে তা দেখে তিনি চুপ করে থাকতে পারছেন না। রাগ হলে সেটা প্রকাশ করে ফেলছেন, নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছেন, মিষ্টি করে মিথ‍্যে কথা বলতে পারছেন না। কারণ শিক্ষামন্ত্রী ধরা পড়লে মেয়েটাকে দোষ দেওয়া হচ্ছে।

বিষয়টা নিয়ে সোশ‍্যাল মিডিয়ায় যে ঠাট্টা, তামাশা চলছে তা নিয়ে আপত্তি তুলেছেন শ্রীলেখা। কারণ বিষয়টা ঠাট্টা করার মতো পর্যায়ে আর নেই। অথচ সত‍্যি কথাটা বলতে গেলেই সবাই এড়িয়ে যাচ্ছে। অবশ‍্য শ্রীলেখার মত, তিনিও এদের মতো হতে পারলেই ভাল হত। অন্তত বারবার শুনতে হত না যে কেন এ বিষয়ে তিনি মুখ খুলছেন। তিনি কেন মানিয়ে চলতে পারছেন না। আসলে এই রাজ‍্যের বর্তমান পরিবেশে তাঁর দমবন্ধ লাগছে।

এর আগে শ্রীলেখা কটাক্ষ ছুঁড়েছিলেন, অর্পিতা মুখোপাধ‍্যায়কে তিনি চেনেন না আর বলার মতো তেমন কিছু নেইও। কারণ এরা ছোট শহর থেকে আসে কাজের জন‍্য। বড় শহরের বিলাসবহুল জীবনযাপনের জন‍্য দরকার চটজলদি অঢেল টাকা। সেইজন‍্য ‘সুগার ড‍্যাডি’র খোঁজ করে, যাদের এরা দাদা, কাকা, জ‍্যাঠার পরিচয় দেয়।

এখানেই না থেমে শ্রীলেখা আরো বলেন, সবাই সবটাই জানে কিন্তু কেউ মুখে কিছু বলে না। সোশ‍্যাল মিডিয়া দেখলেই স্পষ্ট বোঝা যায় কজন মুখ খুলছে আর কজন নয়। অভিনেত্রীর দাবি, ইডি একবার চেপে ধরলে অনেক বড় বড় নাম সামনে আসবে এই মামলায়। অন‍্যায়ের প্রতিবাদ করার সময় এসেছে এবার।


Niranjana Nag

সম্পর্কিত খবর