বাংলাহান্ট ডেস্ক: কথাতেই আছে, পুরনো চাল ভাতে বাড়ে। সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রেও ব্যাপারটা একই ভাবে প্রযোজ্য। নিত্য নতুন সিরিয়াল এনেও বিশেষ সুবিধা করতে পারছে না চ্যানেলগুলি। পুরনো মহারথীরাই এখনো মাঠ কাঁপাচ্ছে একা হাতে। আর তাদের নেতৃত্ব দিচ্ছে জি বাংলার ‘মিঠাই’ (Mithai)।
জি এর এই সিরিয়াল বাস্তবিকই সবার থেকে আলাদা। ময়রা বাড়ির মেয়ে, ময়রা বাড়ির বউ অসম্ভবকে সম্ভব করছে বারবার। সবথেকে বেশিদিন বাংলা সেরা থাকার রেকর্ড গড়ে মাঝে কিছুদিন পিছিয়ে পড়েছিল মিঠাই রানী। কিন্তু খলনায়ক ওমি এসেই ম্যাজিক ঘটিয়ে দিল।
মিঠাই গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হতেই টিআরপিও বাড়তে লাগল হু হু করে। গোপালের হেলেপে মিঠাই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। সিধাই মোমেন্টও ভরপুর উপভোগ করছেন দর্শকরা। সব মিলিয়ে গত সপ্তাহের পর এবারেও বাংলা সেরা মোদক পরিবার। ঝুলিতে ভরেছে ৮.৪ পয়েন্ট।
দ্বিতীয় স্থানে গত বারের মতোই লক্ষ্মী কাকিমা সুপারস্টার। তবে নম্বর কমেছে অনেকটাই। ৭.৮ নিয়েও ফুল অন এনার্জি দিয়ে এগোচ্ছে লক্ষ্মী। আসলে এ সময়ে বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে লক্ষ্মীর পরিবার। মন খারাপের আবহ সিরিয়ালে। অনেকের মতে, লক্ষ্মী কাকিমার মুখে হাসি ফুটলেই আবারো বাড়বে টিআরপি।
এ সপ্তাহে ৭.৫ নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার আলতা ফড়িং। চার নম্বরও স্টারের দখলে। ৭.৪ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গাঁটছড়া। তবে এ বারে জি এর গৌরী এলোর টিআরপি অনেকটাই কমে গিয়েছে। ৭.৩ নম্বর নিয়ে পঞ্চম স্থানে নেমে গিয়েছে এই সিরিয়াল।
ভাল ফল করেছে জি এর ‘এই পথ যদি না শেষ হয়’। ৬.২ পয়েন্ট সপ্তম স্থান দখল করেছে এই সিরিয়াল। ঊর্মির কাকা মামণির জারিজুরি ফাঁস হতেই পুলিস গ্রেহতার করেছে তাদের। টানটান উত্তেজনার পর্ব টিআরপিও বাড়িয়েছে। তবে এ সপ্তাহে জি এর খেলনা বাড়ি ছাড়া আর কোনো নতুন সিরিয়ালই সেরা দশের তালিকায় উঠতে পারেনি। সেরা টিআরপি নিজেদের দখলে রেখেছে পুরনোরাই।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ৮.৪ (প্রথম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৮ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৭.৫ (তৃতীয়)
গাঁটছড়া- ৭.৪ (চতুর্থ)
গৌরী এলো- ৭.৩ (পঞ্চম)
ধুলোকণা- ৬.৮ (ষষ্ঠ)
এই পথ যদি না শেষ হয়- ৬.২ (সপ্তম)
অনুরাগের ছোঁয়া, মন ফাগুন- ৫.৯ (অষ্টম)
উমা- ৫.৮ (নবম)
খেলনা বাড়ি- ৫.১ (দশম)