বাংলাহান্ট ডেস্ক : আগামী ১৫ই আগস্ট ভারত পালন করতে চলেছে তার ৭৫ তম স্বাধীনতা দিবস। এই ৭৫ টা বছরে নানা চড়াই – উতরাই পার করে আজ ভারতবর্ষ জায়গা করে নিয়েছে বিশ্বের শক্তিধর দেশগুলির মধ্যে। বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি মহাকাশ বিজ্ঞানেও ভারত আজ অনন্য। যে গুটি কয়েক দেশ মহাবিশ্বের নিজেদের পতাকা ওড়াতে পেরেছে তার মধ্যে ভারত অন্যতম।
পূর্ব কথা: ভারতে মহাকাশ বিজ্ঞান গবেষণার জন্য ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। এরপর মাত্র ছয় বছরের অপেক্ষা। ইসরো তৈরি করে ফেলল তাদের প্রথম উপগ্রহ “আর্যভট্ট।” তারপর থেকে একে একে Satellite Instructional Television Experiment (SITE), Rohini সিরিজ, INSAT এবং GSAT সিরিজ, EDUSAT, HAMSAT, Bhaskara-1, Resourcesat সিরিজ, Cartosat সিরিজ, Kalpana-1, Oceansat-1, Earth Observation Satellite সিরিজ, Indian Regional Navigation Satellite System, Space Recovery Experiment Satellite, SARAL, চন্দ্রযান-1, Mars Orbiter Mission বা মঙ্গলযান, AstroSat এবং চন্দ্রযান ২-র মত মহাকাশ বিজ্ঞান প্রকল্প ভারতবর্ষকে পৌঁছে দিয়েছে সাফল্যের চূড়ায়।
ভবিষ্যৎ পরিকল্পনা: আপনারা যদি ভাবেন এই কটি স্যাটেলাইট বা গবেষণাকেই ভারতবর্ষ ক্ষান্ত হয়েছে তাহলে ভুল। আগামী কয়েক বছরের জন্য ভাবনা-চিন্তা করে নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছে ইসরো। অদূর ভবিষ্যতে আদিত্য এল-১ (Aditya L1), চন্দ্রযান-৩ (Chandrayaan-3) গগনযান ১ (Gaganyaan 1), গগনযান ২ (Gaganyaan 2), গগনযান ৩ (Gaganyaan 3), শুক্রযান ১ (Shukrayaan-1), মঙ্গলযান ২ (Mangalyaan-2), লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স (LUPEX) ইত্যাদির মতো বিস্ময়কর প্রকল্প এনে মহাবিশ্বের নতুন জায়গা করে নিতে চলেছে ভারত বর্ষ।
আসুন জেনে নিই এর মধ্যে কয়েকটির বিস্তারিত।
আদিত্য এল-১: ভারতের পক্ষ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য এটি প্রথম অভিযান। সূর্যের বিষয় গবেষণার জন্য ৪০০ কিলোগ্রামের এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে। এই প্রকল্প শুরু হওয়ার কথা ২০২২ সালে।
চন্দ্রযান-৩: চাঁদের জমিতে আরো বিস্তারিতভাবে অনুসন্ধান চালানোর জন্য ইসরোর এই অভিযান। এই যানটি প্রধানত চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে।এটিও ২০২২ সালে শুরু হওয়ার কথা।
নিসার…: এটি নাসা ও ইসরোর একটি যৌথ প্রকল্প। এই নিসার বা NASA-ISRO Synthetic Aperture Radar এর সাহায্যে ভূ পৃষ্ঠের রদ বদল বুঝতে গবেষণা চালানো হবে।
এছাড়াও, শুক্র ও মঙ্গল গ্রহে বিভিন্ন অবস্থা বুঝতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসরো। আগামী কয়েক বছরে যে ভারত বর্ষ পৃথিবী পেরিয়ে অন্যান্য গ্রহগুলিতেও নিজেদের রাজত্ব কায়েম করতে চলেছে তা বলাই যায়।