বাংলা হান্ট ডেস্কঃ স্টক মার্কেটের প্রবীণ বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা প্রয়াত হয়েছেন। রবিবার সকালে তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঝুনঝুনওয়ালার বয়স ৬২ বছর হয়েছিল। তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি প্রয়াত হয়েছেন। রাকেশ তার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা, মেয়ে নিস্তা এবং দুই ছেলে আর্যমান ও আর্যবীরকে রেখে পরলোকে গমন করেছেন।
রাকেশ ঝুনঝুনওয়ালা যিনি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেছেন, সম্প্রতি আকাশ এয়ারলাইন্সেও বিনিয়োগ করেছিলেন। এতে ৪০ শতাংশ শেয়ার ছিল ঝুনঝুনওয়ালার। এই বিনিয়োগ এমন সময়ে করা হয়েছে যখন বেশিরভাগ এয়ারলাইন্স লোকসানে চলছে। আকাশ এয়ারলাইন্স আমেরিকান এরোস্পেস কোম্পানির ফ্লাইটের জন্য 72টি বোয়িং 737 MAX বিমান কিনেছে।
রাকেশ ঝুনঝুনওয়ালা স্টক মার্কেটের অন্যতম বড় বিনিয়োগকারী ছিলেন। কলেজে পড়ার সময় তিনি শেয়ার বাজারে ভাগ্য বদলানোর চেষ্টা শুরু করেন। তিনি ভারতের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটে ভর্তি হন। এখান থেকে স্নাতক হওয়ার পরই তিনি শেয়ারবাজারে নামেন। ঝুনঝুনওয়ালা ১৯৮৫ সালে ৫ হাজার টাকা দিয়ে বিনিয়োগ দিয়ে শুরু করেন তার শেয়ার বাজার অভিযান।
সেপ্টেম্বর ২০১৮ নাগাদ তার এই ক্ষুদ্র বিনিয়োগ বেড়ে ১১ হাজার কোটি টাকা হয়ে। তথ্য অনুযায়ী, বর্তমানে ঝুনঝুনওয়ালার মোট সম্পত্তির পরিমাণ ৪৩.৩৯ হাজার কোটি টাকা।