ব্যোম ভোলের পর এবার ‘শিবশম্ভু” রাইস মিলে হানা CBI-র, ক্রমশ অস্বস্তি বাড়ছে অনুব্রতর

বাংলা হান্ট ডেস্কঃ সিবিআই (CBI) ঘেরাটোপে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় বর্তমানে হেফাজতে রয়েছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা। এর মাঝেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ক্রমাগত অস্বস্তি বেড়ে চলেছে তাঁর। সেই তালিকায় এবার যুক্ত হল বোলপুরের (Bolpur) ‘শিবশম্ভু’ রাইস মিলের নাম।

সম্প্রতি, অনুব্রতর ‘ভোলে বোম’ রাইস মিলে তল্লাশি চালায় তদন্তকারী অফিসাররা। উক্ত স্থানে উঠে আসে একাধিক বিস্ফোরক তথ্য। এদিন শিবশম্ভু রাইস মিল থেকে অবশেষে নয়া কোন তথ্য মেলে, সে দিকে তাকিয়ে সকলে। উল্লেখ্য, গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। এরপর থেকেই অনুব্রতর নামে একাধিক বেনামি সম্পত্তির হদিশ মিলতে থাকে। তৃণমূল নেতা ও তাঁর আত্মীয়দের নামে ১৭ কোটি টাকার পাওয়ার পাশাপাশি কেষ্টর মেয়ের নামে একাধিক জমি এবং কোম্পানির সন্ধান পায় সিবিআই।

উল্লেখ্য, এরপরেই তদন্তকারী অফিসারদের নজরে উঠে আসে একাধিক রাইস মিলের নাম। বোলপুরের বুকে অনুব্রত ও তাঁর আত্মীয়দের নামে একাধিক রাইস মিলের সন্ধান পায় গোয়েন্দা অফিসাররা। সম্প্রতি, তাঁর ‘ভোলে বোম’ রাইস মিলে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সিবিআইয়ের। প্রথমদিকে প্রবেশে বাধা দেওয়া হলেও পরবর্তীতে সেখানে প্রবেশ করতেই তাদের নজরে আসে একাধিক বিলাসবহুল গাড়ি! পরবর্তীতে জানা যায় যে, ওই রাইস মিলটির ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রতর বাড়ির পরিচারক।

Untitled design 50

বর্তমানে এ সকল বিষয় সামনে আসতেই একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে আর এর মাঝে এদিন বোলপুরের অপর একটি রাইস মিলে (শিবশম্ভু) হানা দিলো সিবিআই-এর চার আধিকারিক। সূত্রের খবর, এটি তৃণমূল নেতার দিদি, জামাইবাবু এবং তাদের ছেলের নামে রয়েছে। ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে খবর, ভোলে বোম রাইস মিলে দীর্ঘ ৬ ঘন্টা ধরে তল্লাশি চালানোর সময় শিবশম্ভু রাইস মিলের খোঁজ মেলে। পরবর্তীতে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের পরই এদিন সিবিআইয়ের হানা বলে জানা গিয়েছে। এক্ষেত্রে প্রতিটি রাইস মিলে সরকারি ধান ক্রয় করা হলেও পরবর্তীতে সরকারি হিসেবে গরমিল দেখা দিয়েছে। ফলে খাদ্য দপ্তরে বড় কোন কেলেঙ্কারি রয়েছে বলেই অনুমান সিবিআইয়ের। বিশেষজ্ঞদের মতে, রাইস মিলগুলিতে তল্লাশি চলাকালে একাধিক নথিপত্র উদ্ধারের মাধ্যমে এ সকল কেলেঙ্কারিগুলিকে সামনে নিয়ে আসাই লক্ষ্য সিবিআইয়ের।


Sayan Das

সম্পর্কিত খবর