বাংলা হান্ট ডেস্কঃ বৃহৎ রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করার জন্য বীরভূমে (Birbhum) রওনা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অবশ্য পাশে থাকবে না তাঁর প্রিয় ‘কেষ্ট’ অনুব্রত মণ্ডল! বীরভূমে সকল পুরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলিকে নিয়ে বড়সড় সভা আয়োজন করতে চলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ইতিমধ্যে সভা ঘিরে শোরগোল তুঙ্গে।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচনের আগে বীরভূমে দলের সংগঠন এবং পঞ্চায়েত ও পুরসভাগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বীরভূমে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। এর আগে খয়রাশোলে বড়সড় কর্মসূচি করতে চলেছে তৃণমূল নেতৃত্ব। ফলে সব মিলিয়ে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমকে নিজেদের দখলে রাখতে মরিয়া ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, বর্তমানে গরু পাচার মামলায় জেল হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। ফলে প্রতিবার বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তাঁর প্রিয় কেষ্ট থাকলেও এবার সেই দৃশ্য আর দেখা যাবে না। বিশেষজ্ঞদের মতে, অনুব্রত মণ্ডল থাকাকালীন বীরভূমে সংগঠনের পরিস্থিতি নিয়ে বিশেষ ভাবতে হয়নি তৃণমূল নেতৃত্বকে। সেক্ষেত্রে তাঁর ওপর ভর করেই প্রতিটি ভোটে জয়ের সাক্ষী থাকে শাসক দল। তবে বর্তমানে সেই অনুব্রত মণ্ডলই জেল হেফাজতে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে বুথ স্তর থেকে শুরু করে জেলাস্তর পর্যন্ত সংগঠন শক্তিশালী রাখাই প্রধান লক্ষ্য তৃণমূলের।
এই পরিস্থিতিতে আগামী মাসে বীরভূমে উপস্থিত হয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, তা কেন্দ্র করে শুরু হয়েছে বিস্তর জল্পনা।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বে বীরভূমে পৌঁছে যেতে পারেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে দলীয় সংগঠনকে মজবুত রাখাই তাদের মূল উদ্দেশ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।