বাংলাহান্ট ডেস্ক: ফের বিপাকে কামাল আর খান (Krk) ওরফে কেআরকে। বিতর্কিত টুইট করার জেরে গ্রেফতার হয়েছেন তিনি। মহারাষ্ট্রের মালাড থানার তরফে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দু বছর পুরনো একটি টুইটের জেরে গ্রেফতার হয়েছেন তিনি। আজই তাঁকে আদালতে তোলা হবে বলে খবর।
বলিউডের স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান, যিনি সম্প্রতি খান পদবী বদলে কুমার হয়েছেন। ফিল্ম সমালোচক হিসাবে অবসর গ্রহণ করলেও টুইট বাণে বলিউড তারকাদের বিদ্ধ করতে অবশ্য ছাড়েন না তিনি। তবে অন্যকে অপমান করতে করতে এবার নিজেই বিপদে পড়লেন কেআরকে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছাতেই তাঁকে গ্রেফতার করে মালাড পুলিস। ২০২০ সালে কিছু বিষ্ফোরক টুইট করেছিলেন তিনি।তার জেরেই এই দু বছর পর গ্রেফতার হতে হয়েছে কেআরকে কে। এদিনই বোরিভালি আদালতে তোলা হবে তাঁকে।
কিন্তু কী এমন বিতর্কিত টুইট করেছিলেন কেআরকে যে দু বছর পর তাঁকে গ্রেফতার হতে হল? জানা যাচ্ছে, টুইটটি ছিল প্রয়াত ঋষি কাপুর এবং ইরফান খানকে নিয়ে। একটি টুইটে তিনি ঋষি কাপুরকে আর্জি জানিয়েছিলেন, মারা না যেতে কারণ করোনা কালের মধ্যেই মদের দোকান খুলতে চলেছিল।
অন্য আরেকটি টুইটে কেআরকে লিখেছিলেন, বিখ্যাত লোকদের প্রাণ না কেড়ে করোনা যাবে না। এই প্রসঙ্গেই আরেকটি টুইটে তিনি লেখেন, ‘আমি কিছুদিন আগে বলেছিলাম যে কয়েকজন নামী ব্যক্তির প্রাণ না নিয়ে করোনা যাবে না। তখন আমি গালাগালি শোনার ভয়ে কারোর নাম নিইনি। কিন্তু আমি জানতাম ঋষি এবং ইরফান চলে যাবেন। আর আমি জানি আগামীতে কে যাবে।’
টুইটগুলি মুছে ফেলা হলেও সেই সময়েই কেআরকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। প্রয়াত ব্যক্তিত্বদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করার জন্য ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা দায়ের হয়েছিল কেআরকের বিরুদ্ধে। আর দু বছর পর গ্রেফতার করা হল তাঁকে।
প্রসঙ্গত, কিছুদিন আগে নিজের খান পদবী ত্যাগ করে কুমার (Kamal R Kumar) হয়েছেন কেআরকে। নিজের স্ত্রীর পদবী গ্রহণ করেছেন তিনি। একটি টুইটে এই খবর জানিয়েছেন কেআরকে। তিনি লেখেন, ‘আজ আমি ঠিক করেছি নিজের নাম থেকে খান পদবী বাদ দিয়ে দেব আর আমার স্ত্রীর পদবী কুমার গ্রহণ করব। আমার স্ত্রীর নাম অনিতা কুমার। তাই এখন থেকে আমার নাম কামাল রশিদ কুমার।’