বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বর্তমানে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে আর এবার দুর্নীতির মূল উৎস খুঁজতে আরো তৎপর হয়ে উঠল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যেই বিগত ২০১১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত প্রাথমিক টেট (Primary Tet) মামলায় নিয়োগ সংক্রান্ত সকল নথি চেয়ে বসলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)।
বিগত কয়েক মাস ধরে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও বর্তমানে শিক্ষার সঙ্গে জড়িত বহু আধিকারিক তদন্তকারী অফিসারদের নজরে রয়েছেন আর এর মাঝেই এবার বিগত ১২ বছরের দরুণ নিয়োগের সকল নথি চেয়ে বসল ইডি।
সূত্রের খবর, ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের জয়েন্ট এবং ডেপুটি ডিরেক্টরের পক্ষ থেকে সকল তথ্য চেয়ে পাঠানো হয়েছে। তদন্তকারী সংস্থার নির্দেশ আসার পর তৎপর হয়ে উঠেছে শিক্ষা পর্ষদ। আগামী দু দিনের মধ্যে এই সকল নথি চাওয়া হয়েছে বলে খবর।
বিশেষজ্ঞদের মতে, প্রাথমিক টেট মামলায় যারা অতীতে চাকরি পেয়েছেন, তাদের নিয়োগের বিষয় থেকে শুরু করে যাবতীয় তথ্য খতিয়ে দেখে দুর্নীতির মূল উৎস খুঁজতে মরিয়া ইডি। উল্লেখ্য, গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নির্দেশ আসার পর জেলার প্রাথমিক শিক্ষা সংসদগুলির থেকে সকল তথ্য চেয়ে বসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অতীতেও এই সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করেছে তারা। তবে বর্তমানে ইডির নির্দেশের পর তাদের এহেন পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
প্রসঙ্গত, অতীতে যেভাবে একের পর এক দুর্নীতি মামলা সামনে এসে চলেছে, তাতে সকল নথি যাচাই করার মাধ্যমে আর কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সব খতিয়ে দেখতে মরিয়া তদন্তকারী সংস্থা। ১ লা সেপ্টেম্বরের পর এ সকল নথি খতিয়ে দেখার মাধ্যমে দুর্নীতির নয়া কোন দিক সামনে উঠে আসে, আপাতত সেদিকে নজর রাজ্যবাসী।