গোটা ভারতে ধর্ষণে শীর্ষে রাজস্থান, কত নম্বরে পশ্চিমবঙ্গ? প্রকাশ্যে এল হাড়হিম করা তথ্য

বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা। খবরের শিরোনামে উঠে আসছে একের পর এক হাড় হিম করা তথ্য। এবার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য রীতিমতো ভয় ধরার আমজনতার মনে। জানা গিয়েছে, 2020 সাল থেকে ধর্ষণের হার বেড়েছেরাজস্থানে। 2021 সালের একটি জরিপ অনুযায়ী ধর্ষণ বেড়েছে প্রায় 19%।

এনবিসি রিপোর্ট অনুসারে সারা ভারতে প্রায় 31677টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। শুধুমাত্র রাজস্থান থেকে প্রায় 6337 টি কেস রেকর্ড করা হয়েছিল। আক্রান্তদের অধিকাংশই 18 থেকে 30 বছর বয়সী। শুধুমাত্র রাজস্থানেই প্রায় 1500 কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। উত্তরপ্রদেশ ধর্ষণের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে। যেখানে 2845টি মামলা রেকর্ড করা হয়েছে।

এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কোলকাতা কোথায় সবচেয়ে নিরাপদ জায়গা এবং দিল্লি সবচেয়ে অনিরাপদ জায়গা হিসেবে রেকর্ড করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট অনুসারে 2021 সালে সারা ভারতে নারীদের উপর আক্রমণের সংখ্যা চার লাখ আঠাশ হাজার দুশ আটাত্তর। সেখানে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ তালিকার শীর্ষে রয়েছে।

rape 9 1

দেখা যায়, 2021 সালে প্রায় 65 হাজার 83 জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা রাজস্থানে 40783টি বিশেষত মারু থেকে আসা মহিলা শিকারের রেকর্ড রয়েছে। নারী নির্যাতনের শিকার নারীদের ক্ষেত্রে মহারাষ্ট্র তৃতীয় এবং পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে। 2021 সালে মহারাষ্ট্রে নারীদের উপর হিংসার ঘটনা ঘটেছে 39 হাজার 526টি। এরপরই অবস্থান করছে পশ্চিমবঙ্গ। 2021 সালে পশ্চিমবঙ্গে 35 হাজার 884 টি নারীদের উপর হামলার ঘটনা ঘটেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর