সঠিক নিয়ম মেনে দুর্গা পুজো শিখতে গুজরাট, উত্তরপ্রদেশ থেকে কলকাতায় ক্লাস করতে এলেন পুরোহিতরা

বাংলাহান্ট ডেস্ক : হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালি মেতে উঠবে শারদোৎসব। দুর্গাপুজো পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও হয়ে থাকে। কিন্তু অন্যান্য পুজোর নিয়ম রীতির সাথে কিছুটা হলেও পার্থক্য আছে দুর্গাপুজোর। অনেক অবাঙালি হিন্দু পুরোহিত আছেন যারা ঠিকমতো দুর্গাপুজোর নিয়ম রীতি জানেন না। তারাই এবার সটান হাজির কলকাতায়। কলকাতায় দুর্গাপূজো স্পেশাল কোর্স করতে হাজির হয়েছেন তারা। তাদের মূল উদ্দেশ্য দুর্গাপুজো শেখা।

ইতিমধ্যেই গুজরাট ও উত্তর প্রদেশ থেকে বেশ কিছু পুরোহিত এসে হাজির হয়েছেন কলকাতায়। পৌরহিত্য কোর্সের মাধ্যমে দুর্গাপুজো শিখছেন তারা। কিভাবে উচ্চারিত হবে দুর্গাপুজোর মন্ত্র, দুর্গাপুজো করার সময় কি কি আচার পালন করতে হয়, এছাড়াও অন্যান্য রীতি-নীতি শিখছেন তারা। শোভাবাজার রাজবাড়ীতে গত শনিবার থেকে এই পৌরহিত্যের ক্লাস শুরু হয়েছে। এই কোর্সটি মোট ১০ দিনের। সিলেবাস তৈরি করে তাদের এই কোর্সে পড়ানো হচ্ছে।

দেখে নেওয়া যাক কি কি রয়েছে সিলেবাসে:

• এই সিলেবাসে একটি প্রধান অংশ যে দূর্গা পুজো করার সময় কি কি করা থেকে বিরত থাকতে হবে। যেকোনো ধরনের পানীয় থেকে নেশার বস্তু, পুজো চলাকালীন কোন কিছুই গ্রহণ করা যাবে না।

• কিভাবে সঠিক মন্ত্র উচ্চারণ করা যায় সেই শিক্ষা দেওয়া হচ্ছে এই কোর্সে। অনেক পুরোহিত খুব দ্রুততার সাথে মন্ত্র উচ্চারণ করেন। এর ফলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে উচ্চারণ করার সঠিক পদ্ধতি শেখানো হচ্ছে তাদের।

• এছাড়াও এই কোর্সের অন্তর্গত হয়েছে পুজোর চার দিন কি কি খাবার খেতে পারবেন পুরোহিতেরা।

• কোভিড বিধি মেনে দুর্গা পুজো করার পদ্ধতিও শেখানো হচ্ছে। একে অপরের সাথে শারীরিক দূরত্ব বজায় রেখে সঠিক স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পুজোর কাজ চালানো যায় তাও অন্তর্গত রয়েছে এই কোর্সে।Puja

পাশাপাশি এই কোর্স কমপ্লিট হওয়ার পর রয়েছে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা। কিন্তু পরীক্ষায় পাশ করলে তবেই তারা পাবেন সার্টিফিকেট। ৫০ নম্বরের পরীক্ষায় ৩০ নম্বর পেলে তবেই উত্তীর্ণ হিসেবে ধরা হবে।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর