চিন সীমান্তের কাছে হঠাৎই নিখোঁজ এভারেস্টজয়ী ভারতের অভিজ্ঞ পর্বতারোহী! প্রশ্নের মুখে লালফৌজ

বাংলা হান্ট ডেস্ক: দিনসাতেক আগে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) সীমান্তবর্তী ইস্ট কামেং জেলায় একটি পর্বতারোহণ অভিযানে গিয়েছিলেন সেই রাজ্যের প্রথম এভারেস্টজয়ী পর্বতারোহী তাপি এমরা (Tapi Mra)। কিন্তু, হঠাৎই চিন সীমান্তের কাছ থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন তিনি। পাশাপাশি, তাপির সঙ্গী নিকু দাওয়েরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানা গিয়েছে।

এদিকে, স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এমনিতেই চিন ও ভারতের মধ্যে প্রায় ৩ হাজার ৪৮৮ কিলোমিটার এলাকাকে ঘিরে ক্রমশ উত্তেজক আবহ বজায় রয়েছে। সেই পরিস্থিতিতেই এমন ঘটনা উদ্রেক করছে একাধিক প্রশ্নের। জানা গিয়েছে, হিমালয় পর্বতমালার পূর্বে অংশে অবস্থিত তুষারাবৃত “মাউন্ট কায়ারিসাতাম” (Mount Kyarisatam)-এর উদ্দশ্যে পাড়ি দিয়েছিলেন অভিজ্ঞ পর্বতারোহী তাপি এমরা ও তাঁর সঙ্গী নিকু দাও।

মূলত, সেখান থেকেই অরুণাচলের মাউন্ট খায়ারো সাতামের দিকে অভিযান চালানোর পরিকল্পনা ছিল তাঁদের। এদিকে, প্রাকৃতিক ভাবে ওই জায়গাটি অত্যন্ত বিপজ্জনক। প্রকৃতির খামখেয়ালি আচরণে যেকোনো মুহূর্তেই সেখানে ঘটতে পারে বড় বিপদ। তাই, ৬ হাজার ৯০০ মিটার উঁচু ওই শৃঙ্গে দুর্ঘটনার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, ওই নিখোঁজ দুই পর্বতারোহীর সন্ধান পেতে শুরু হয়েছে উদ্ধারকাজ। আপাতত সেনাবাহিনীর দু’টি হেলিকপ্টার তাঁদের খোঁজে অভিযান চালাচ্ছে।

এদিকে, অরুণাচল প্রদেশকে বারংবার তিব্বতের অংশ বলে দাবি করেছে চিন। শুধু তাই নয়, একাধিকবার ম্যাপ প্রকাশ করে অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলেও দেখিয়েছে জিনপিংয়ের দেশ। মূলত, ওই দেশটি অরুণাচল প্রদেশকে “দক্ষিণ তিব্বত” বলে অভিহিত করেছে। এমনকি, রাজ্যটির ইস্ট কামেং জেলার কাছে বেশ কয়েকবার অনুপ্রবেশের চেষ্টা করেছে চিনা সেনারা।

WhatsApp Image 2022 08 31 at 2.49.48 PM

এমতাবস্থায়, তাপি এমরা ও তাঁর সঙ্গীর নিখোঁজ হওয়ার ঘটনায় চিনা সেনার ভূমিকা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি, কোনোভাবে দিক ভুল করে তাঁরা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গেছেন কি না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন যে, ওই পাহাড়ি অঞ্চলটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হওয়ার কারণে হয়তো তাপি এমরা ও তাঁর সঙ্গী কোনো বিপদের সম্মুখীন হয়েছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর