বাংলাহান্ট ডেস্ক : আবারও জামিনের আবেদন মঞ্জুর হল না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee)। বুধবার দু’জনকেই আবার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (Judicial Custody) নির্দেশ দিল আদালত। এদিন পার্থর (Partha Chaterjee) জামিনের জন্য তাঁর আইনজীবী আবেদন করেছিলেন। কিন্তু পার্থ ও অর্পিতাকে ১৪ সেপ্টেম্বর আরও একবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
প্রেসিডেন্সি সংশোধনাগারে গত ২৬ দিন ধরে বন্দি রয়েছেন শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। অপর দিকে আলিপুরের মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এদিন আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিতে ছিলেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ও (Arpita Mukherjee)। শুনানি শেষে আদালত আবার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। পার্থও চেয়েছিলেন তাঁর জামিন হোক। প্রয়োজনে গৃহবন্দী রাখা হোক। কিন্তু তাঁরা কাতর আর্জি মানা হয়নি।
২৩ আগস্ট আদালত সিদ্ধান্ত হয়, আর সশরীরে নয়, এবার পার্থ ও অর্পিতার শুনানি হবে ভার্চুয়ালি। নিরাপত্তা জনিত সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আইনজীবীর মাধ্যমে আদালতকে পার্থ জানান, তিনি সশরীরে আদালতে হাজিরা দিতে চান তিনি। এটা তাঁর মৌলিক অধিকার।
পার্থর আইনজীবী জামিনের আবেদন করে আদালতকে জানান, তাঁর মক্কেল পার্থর বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। ওঁর বাইপ্যাপ সাপোর্ট লাগে। জেলের বাথরুম ভালো না। তাঁর মক্কেলের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আদালত পার্থ ও অর্পিতার জামিনের আবেদন খারিজ করে তাঁদের পুরনো ঠিকানাতেই পাঠিয়ে দিল।