বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরের শেষদিকে বেশ কয়েকটি বড় স্পোর্টস ইভেন্ট রয়েছে। যার মধ্যে অন্যতম হলো টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ যা অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে এবং ফুটবল বিশ্বকাপ যা কাতারের মাটিতে আয়োজিত হতে চলেছে। এত বড় বড় স্পোর্টস ইভেন্ট বছরের শেষে অনুষ্ঠিত হতে চলা সত্ত্বেও ভারতীয় ফুটবল প্রেমীদের বিশেষ করে লাল হলুদ এবং সবুজ মেরুন সমর্থকদের অপেক্ষা রয়েছে আরও একটি বিশেষ বিষয়ের জন্য। তারা জানতে আগ্রহী যে কবে থেকে শুরু হবে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ।
অবশেষে সেই ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। ভারতীয় ফুটবল ফেডারেশন দায়িত্বে ফিরে জানিয়ে দিয়েছে যে অক্টোবর মাসের ৭ তারিখ থেকে আরম্ভ হবে আইএসএল ২০২২-২৩। প্রথম ম্যাচে কোচির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স এফসি। এই মরশুমটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। কারণ দীর্ঘ দুই বছর পর আবার নিজের নিজের হোম স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে পারবে প্রত্যেকটি দল।
এবার আইএসএলে বেশকিছু নতুন নিয়ম আমদানি করেছে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। আসন্ন মরশুমে আইএসএল এর যাবতীয় ম্যাচ আয়োজিত হবে বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে। ভক্তদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই মরশুমের লিক পর্যায়ের শেষে এক নতুন ফরম্যাটে প্লে-অফ আয়োজন করা হবে। লিগের শীর্ষে থাকা দুটি দল সেমিফাইনালের চারটি জায়গার মধ্যে দুটি জায়গা দখল করবে। তাদের প্রতিপক্ষ হিসেবে বাকি দলগুলি বেছে নেওয়া হবে তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলোর মধ্যে একটি মাত্র পর্বের প্লে-অফ ম্যাচের মধ্যে দিয়ে। লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা দল প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ষষ্ঠ স্থানে থাকা দলের এবং চতুর্থ স্থানে থাকা দল দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে পঞ্চম স্থানে থাকা দলের। প্রথম এলিমিনেটরের বিজয়ী দ্বিতীয় সেমিফাইনালে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। দ্বিতীয় এলিমিনেটর এর বিজয়ী প্রথম সেমিফাইনালে লিগ টেবিলের প্রথম স্থানে থাকা দলের মুখোমুখি হবে। ২ সেমিফাইনাল বিজয়ীদের মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চ মাসে যে ডেট এখনো প্রকাশ করেনি এসএসডিএল।
⬆️
We can’t wait to see you chanting your hearts out from the stands as #HeroISL 2022-23 starts on 7️⃣th October, 2022!
Read More: https://t.co/BfHMH4JadL#LetsFootball #FansAreBack pic.twitter.com/X2qqtr0M6D
— Indian Super League (@IndSuperLeague) September 1, 2022
আসন্ন ৭ অক্টোবর ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ দিয়ে শুরু হবে আইএসএল যার লিগ পর্যায় শেষ হবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। লিগ হবে পাঁচ মাস ব্যাপী। ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান মরশুমের প্রথমবার মুখোমুখি হবে অক্টোবর মাসের ২৯ তারিখ, দ্বিতীয় ডার্বি আয়োজিত হবে ২৫ শে ফেব্রুয়ারি।
এটিকে মোহনবাগানের সূচি:
১০ই অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম চেন্নাইয়িন এফসি (সন্ধ্যা ৭.৩০)
১৬ই অক্টোবর ২০২২: কেরালা বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৯শে অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৬ই নভেম্বর ২০২২: মুম্বই সিটি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
১০ই নভেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট (সন্ধ্যা ৭.৩০)
২০শে নভেম্বর ২০২২: এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৬শে নভেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ (সন্ধ্যা ৭.৩০)
৩রা ডিসেম্বর ২০২২: বেঙ্গালুরু এফসি বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
৮ই ডিসেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (সন্ধ্যা ৭.৩০)
১৫ই ডিসেম্বর ২০২২: ওড়িশা বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৪শে ডিসেম্বর ২০২২: নর্থইস্ট বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৮শে ডিসেম্বর ২০২২: এটিকে মোহনবাগান বনাম এফসি গোয়া (সন্ধ্যা ৭.৩০)
১৪ই জানুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম মুম্বই (সন্ধ্যা ৭.৩০)
২১শে জানুয়ারি ২০২৩: চেন্নাইয়িন বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
২৮শে জানুয়ারি ২০২৩: এটিকে
মোহনবাগান বনাম ওড়িশা (সন্ধ্যা ৭.৩০)
৫ই ফেব্রুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু (সন্ধ্যা ৭.৩০)
৯ই ফেব্রুয়ারি ২০২৩: জামেশদপুর বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
১৪ই ফেব্রুয়ারি ২০২৩: হায়দরাবাদ বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
১৮ই ফেব্রুয়ারি ২০২৩: এটিকে মোহনবাগান বনাম কেরালা (সন্ধ্যা ৭.৩০)
২৫শে ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
ইস্টবেঙ্গলের সূচি:
৭ই অক্টোবর ২০২২: কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১২ই অক্টোবর ২০২২: ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া (সন্ধ্যা ৭.৩০)
২০শে অক্টোবর ২০২২: নর্থইস্ট ইউনাইটেড বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৯শে অক্টোবর ২০২২: এটিকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৪ঠা নভেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম চেন্নাইয়িন এফসি (সন্ধ্যা ৭.৩০)
১১ই নভেম্বর ২০২২: বেঙ্গালুরু এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৮ই নভেম্বর ২০২২: ওড়িশা এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৭শে নভেম্বর ২০২২: জামশেদপুর এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৯ই ডিসেম্বর ২০২২: হায়দরাবাদ এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৬ই ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম মুম্বই সিটি এফসি (সন্ধ্যা ৭.৩০)
৩০শে ডিসেম্বর ২০২২: ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা ৭.৩০)
৭ই জানুয়ারি ২০২৩: ওড়িশা বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৩ই জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম জামেশেদপুর এফসি (সন্ধ্যা ৭.৩০)
২০শে জানুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০)
২৬শে জানুয়ারি ২০২৩: এফসি গোয়া বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
৩রা ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স (সন্ধ্যা ৭.৩০)
৮ই ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড (সন্ধ্যা ৭.৩০)
১২ই ফেব্রুয়ারি ২০২৩: চেন্নাইয়িন এফসি এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
১৯শে ফেব্রুয়ারি ২০২৩: মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল (সন্ধ্যা ৭.৩০)
২৫শে ফেব্রুয়ারি ২০২৩: ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান (সন্ধ্যা ৭.৩০)
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!