কয়লা কাণ্ডে হাজিরা দিতে ইডি দফতরে পৌঁছলেন অভিষেক, দিলেন তদন্তে সহযোগিতার আশ্বাস

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই বেশ কয়েকবার ইডির (ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। সেই ধারা বজায় রেখে এদিনও তাঁকে কলকাতার ইডি অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। সেই মতো অবশেষে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেন তৃণমূল নেতা। ঘাসফুল শিবিরের তরফ থেকে এই প্রসঙ্গে তদন্তকারী সংস্থা এবং বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেওয়া হলেও অপরদিকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, কয়লা পাচার মামলায় অতীতেও দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার পৌঁছে যান অভিষেক। প্রতিটি ক্ষেত্রেই তদন্তকারী অফিসারদের সম্পূর্ণ সহযোগিতা করেছেন বলে দাবি করে আসেন তৃণমূল নেতা। এদিনও ইডির তলব মাঝে সময়ের পূর্বেই পৌঁছে গিয়েছেন অভিষেক। তবে শেষ পর্যন্ত এই মামলায় নয়া কোন মোড় সামনে উঠে আসে, সেদিকে তাকিয়ে বাংলা।

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন সকাল ১১ টার মধ্যে কলকাতার ইডি অফিসে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়। অবশ্য এদিন নির্ধারিত সময়ের ঠিক ১৫ মিনিট আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই নয়াদিল্লি থেকে ৫ তদন্তকারী অফিসার কলকাতায় এসে পৌঁছেছেন।

বিশেষজ্ঞদের মতে, কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেন বিষয়ে এখনো পর্যন্ত একাধিক তথ্য খুঁজে চলেছে ইডি। সেই প্রসঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে অতীতে তাঁর বয়ান এবং এদিনকার জিজ্ঞাসাবাদ পর্ব মিলিয়ে তদন্তের কিনাড়া করতে তৎপর গোয়েন্দা সংস্থা।

উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে অভিষেক এবং ইডি প্রসঙ্গে একাধিক মন্তব্য প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো বক্তৃতা দিয়েছে। কাল আবার ওকে নোটিশ পাঠালেও অবাক হওয়ার কিছু থাকবে না। ওর স্ত্রীকে আগেই নোটিশ দেওয়া হয়েছে। কাল না আবার অভিষেকের দু বছরের বাচ্চাকেও ওরা নোটিশ পাঠিয়ে বসে।”

jpg 20220902 100812 0000

একইসঙ্গে এদিনও অভিষেককে ইডির জিজ্ঞাসাবাদ মাঝে তদন্তকারী সংস্থা এবং বিজেপিকে লক্ষ্য করে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির। তবে একই সঙ্গে আবার তদন্তকারী সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দিলেন অভিষেক। ফলে সব মিলিয়ে আজ সারাদিন ব্যাপী বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট একাধিক নাটকীয় মোড়ের সাক্ষী থাকতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের।

ad

Sayan Das

সম্পর্কিত খবর