চোর বলায় বৃদ্ধাকে বেধড়ক মারধর তৃণমূল নেতার! হাসপাতালে ভর্তি নির্যাতিতা

বাংলাহান্ট ডেস্ক : বেনিয়ম করে করে এক বৃদ্ধার টাকা তুলে নেওয়ার অভিযোগে সরগরম জলপাইগুড়ি (Jalpaiguri)। শুধু তাই নয়, ওই বৃদ্ধাকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধা এখন হাসপাতালে ভর্তি। গোটা ঘটনায় অভিযোগের তির এলাকার এক তৃণমূল নেতার ওপর।

জানা যাচ্ছে টাকা তোলার যন্ত্র এনে ওই বৃদ্ধার হাতের ছাপ নেয় তরুণ রায় নামে এক তৃণমূল নেতা। পরে বিষয়টি জানাজানি হতেই ওই বৃদ্ধাকে টাকা ফেরত দিতে একরকম বাধ্য হয় অভিযুক্ত। কিন্তু পরে টাকা না পাওয়ার রাগ মেটাতে বেধড়ক মারধর করা হয় বৃদ্ধাকে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ভোটপট্টি স্টেশন পাড়া এলাকায়। ওই এলাকারই বাসিন্দা ময়না দাস নামে বছর সত্তরের বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠে আসছে।

মার খেয়ে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি হাসপাতালে। সেখানে অবস্থা আরও খারাপ হলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

প্রহৃত বৃদ্ধা ময়না দাস জানান, ‘‌আমাকে মাটি কাটার টাকা দেওয়া হবে বলে আমার আঙুলের ছাপ নেয়। প্রথমে আমি দিতে চাইনি। পরে জোর করে ছাপ নেয়। আমি বিষয়টি পঞ্চায়েতকে জানাই। ওরা আমার ১০ হাজার টাকা তুলে নিয়েছিল। আমি পঞ্চায়েতে জানিয়েছি আমায় মারধর করা হল।’‌

ময়না দাসের পুত্রবধূ কল্পনা দাস বলেছেন, ‘‌আমার শ্বাশুড়ি পেনশন পান। তাঁর ব্যাঙ্কে ১ লক্ষ টাকা ছিল। ওই যুবক আমার শাশুড়িকে ১০০ দিনের কাজ নাম করে প্রতারণা করে। তারপর স্থানীয় পঞ্চায়েত সদস্যকে পুরো বিষয়টি জানানো হলে তিনি বলেন এখন কোনও ১০০ দিনের টাকা দেওয়া হবেনা। এরপর আমরা তাকে জোর করলে সে টাকা ফেরত দেয়। আজ সকালে আমার শ্বাশুড়ি ফুল তুলতে গেলে তাঁকে ফুল চোর অপবাদ দিয়ে খুব মারধর করা হয়েছে।’‌

স্থানীয় বিজেপি নেতা পুষ্পজিৎ নন্দ বলেন, ‘‌বাড়িতে মেশিন এনে বৃদ্ধার টাকা চুরি করে তৃণমূল নেতা। চেপে ধরলে টাকা ফেরত দেয়। তাকে চোর বললে বৃদ্ধাকে মারধর করে তৃণমূল নেতা। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অভিযুক্তর উপযুক্ত শাস্তি চাই।’‌

তৃণমূলের ময়নাগুড়ির ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত অবশ্য সমস্ত। অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‌তরুন নামে ছেলেটি একটি মিনি ব্যাঙ্ক চালায়। বৃদ্ধ মহিলা তার কাছ থেকে ১০ হাজার টাকা তোলে। সঙ্গে টাকা না থাকায় পরদিন টাকা দেয়। আজ তরুনের বাড়িতে ফুল তুলতে গেলে তরুনের মায়ের সঙ্গে বচসা হয় ওই বৃদ্ধার। তখন বৃদ্ধা উলটে তরুনকে টাকা চোর অপবাদ দেয়। এর বেশি আর কিছু হয়নি।’‌ তাহলে ওই বৃদ্ধাকে মারধর কে করল? এর কোনও উত্তর শিবশঙ্কর দত্ত দিতে পারেন নি।

Sudipto

সম্পর্কিত খবর