বেশি মুখ খুললে ছেলের থেকেও খারাপ পরিণতি হবে! সিধু মুসেওয়ালার বাবাকে হুমকি চিঠি দেওয়ায় ধৃত এক

বাংলাহান্ট ডেস্ক: ফের সংবাদ শিরোনামে সিধু মুসেওয়ালা (Sidhu Moose Wala)। গত মে মাসে পঞ্জাবি গায়কের হত‍্যার ঘটনা নিয়ে তোলপাড় পড়েছিল সঙ্গীত তথা রাজনৈতিক মহলে। এবার খুনের হুমকি পেলেন সিধুর বাবা বলকউর সিং সিধু। ইমেল মারফত তাঁকে হুমকি দেওয়া হয়। এই ঘটনায় তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করেছে পুলিস।

মুসেওয়ালার মৃত‍্যুর ঘটনার তদন্তে তৈরি হওয়া সিটের সদস‍্য তথা মনসা জেলা পুলিসের সিনিয়র সুপারিন্টেডেন্ট জানান, মৃত গায়কের বাবাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে দিল্লি থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানোর জন‍্য এই কীর্তি করা হয়েছিল বলে দাবি পুলিসের।

sidhu moose wala death live blog 1
ইমেল মারফত খুনের হুমকি দেওয়া হয়েছিল সিধুর বাবা বলকউরকে। জানা যাচ্ছে হুমকি ইমেলে লেখা ছিল, ‘লরেন্স বিষ্ণোই, জগ্গু ভগবানপুরিয়া আর আমাদের ভাইদের দেওয়া নিরাপত্তা নিয়ে কথা বলতে থাকলে জানতেও পারবে না কখন কে এসে মেরে দিয়ে চলে যাবে। তুমি আর তোমার ছেলে এই দেশের মালিক নও। তুমি বলে দেবে না কে নিরাপত্তা পাবে না পাবে। তোমার ছেলের জন‍্য আমাদের ভাই মরেছে, তাই আমরা তোমার ছেলেকে মেরে ফেলেছি।’

ইমেলে আরো লেখা ছিল, ‘আমরা ভুলিনি যে মনপ্রীত সিং মন্নু এবং জগরূপ সিং রূপাকে ভুয়ো এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে। আর তুমিও ভুলো না কারণ এগুলো সব তোমারই চাপে হয়েছে। বেশি কথা বললে সিধুর থেকেও নিষ্ঠুর পরিণতি হবে।’ ইমেল প্রেরক নিজেকে লরেন্স বিষ্ণোই, সম্পাত নেহরার SOPU গ্রুপের এ জে বিষ্ণোই বলে পরিচয় দেন‌।

মুসে ওয়ালা হত‍্যাকাণ্ডে এখনো পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিস। কিন্তু গত জুলাই মাসে জগরূপ সিং এবং মনপ্রীণ সিং নামে দুই গ‍্যাংস্টার পুলিসের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়। মুসে ওয়ালা মামলায় মোট ৩৬ জনের নামে চার্জশিট তৈরি করেছে পুলিস।

Niranjana Nag

সম্পর্কিত খবর