বাংলা হান্ট ডেস্কঃ আগামী লোকসভা নির্বাচনে দেশের বুকে বিজেপি (Bharatiya Janata Party) যে কখনোই ক্ষমতায় আসবে না, সে কথা অতীতে একাধিকবার দাবি করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল সেই সূত্র ধরেই তিনি বলেন, “বিজেপির ১০০ টা সিট ঘ্যাচাংফু হয়ে যাবে।” শুধু তাই নয়, কোথায় কত সিট কিভাবে কমবে, সেই পরিসংখ্যানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ ক্রমাগত বাড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ তুলে ২০২৪ লোকসভা নির্বাচনে তারা যে কখনোই ক্ষমতায় আসতে পারবে না, সে বিষয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী। গত একুশে জুলাই ‘শহীদ দিবস’-এর মঞ্চ থেকেও তিনি একই কথা বলেন। তবে সেই দিন বিজেপির আসন সংখ্যা কমা প্রসঙ্গে স্পষ্ট কোন ধারণা না দিলেও গতকাল দলীয় কর্মীসভা থেকে অবশেষে সেই আভাসই যেন তুলে ধরলেন মমতা।
বর্তমানে বাংলায় একের পর এক দুর্নীতি ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস। এর মাঝেই গতকাল দলীয় কর্মীসভায় অভিষেক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারা কি বক্তব্য রাখেন, সে দিকে নজর ছিল সকলের। আর সেখান থেকেই বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে হবে আর তারপর ২০২৪ লোকসভা নির্বাচনে এমন খেলা খেলবো, ওরা বুঝতে পারবে খেলার নাম বাবাজি। বাংলা থেকেই শুরু হবে খেলা।”
বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি বিহারে বিজেপি সরকারকে সরিয়ে কংগ্রেস এবং আরজেডির সঙ্গে নীতীশ কুমারের জোট কেন্দ্র সরকারকে যথেষ্ট উদ্বেগের মধ্যে ফেলেছে। এমনকি, কয়েকদিন পূর্বেই ঝাড়খণ্ডের আস্থা ভোটেও জয় লাভ করেন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সে সকল সূত্র ধরেই মমতা বলেন, “আমরা সবাই একসঙ্গে। নীতীশ, অখিলেশ, হেমন্ত যেমন রয়েছেন, তেমনি এদিকে রয়েছি আমি। সব এক হয়ে যাবে দেখবেন।”
এরপরই বিজেপির ১০০ টি সিট কমা প্রসঙ্গে মমতা জানান, “পাঁচটা রাজ্য রয়েছে, যেখান থেকে বিজেপির ১০০ টা সিট ঘ্যাচাংফু হবে। তাহলে ওরা কোথা থেকে সরকার করবে?” একইসঙ্গে রাজীব গান্ধী প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “রাজীব গান্ধীর সময় কংগ্রেসের কাছে ৪০০ টি আসন ছিল। তা সত্ত্বেও ওরা পরবর্তী সময়ে তা ধরে রাখতে সক্ষম হয়নি আর বর্তমানে বিজেপির কাছে ৩০০ টির কাছাকাছি আসন রয়েছে।এরমধ্যে পাঁচটা রাজ্য থেকে ১০০ টা সিট ঘ্যাচাংফু হবে।”
যদিও মুখ্যমন্ত্রীর এহেন দাবিকে বিশেষ পাত্তা দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, ২০১৯ লোকসভা নির্বাচনের আগেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন, অথচ ফল প্রকাশে তার প্রভাব দেখা যায়নি। আগামী লোকসভা নির্বাচনেও তাদের দল জয়লাভ করবে বলেই মত বিজেপি নেতাকর্মীদের।