পুলিশ মিছিল আটকালেই ‘শঠে শাঠ্যং’ হবে! বিজেপির ‘নবান্ন অভিযান’ প্রসঙ্গে হুঁশিয়ারি সুকান্তের

বাংলা হান্ট ডেস্কঃ “পুলিশ মিছিলের শুরুতে আটকানোর চেষ্টা করলে শঠে শাঠ্যং হবে। শঠের সঙ্গে শঠতা করতেই হবে”, আগামী ১৩ই সেপ্টেম্বর নবান্ন অভিযান ঘিরে ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপি (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একইসঙ্গে দলীয় অভিযান প্রসঙ্গে একাধিক মন্তব্য প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁকে।

সাম্প্রতিক সময়ে বাংলায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি থেকে কয়লা এবং গরু পাচার মামলায় জেরবার তৃণমূল কংগ্রেস। একের পর এক দলীয় নেতা মন্ত্রীরা এ সকল মামলায় গ্রেফতার হয়ে চলেছেন। এই পরিস্থিতিতে শাসকদলের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আগামী ১৩ই সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি, যা নিয়ে ইতিমধ্যে একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

এদিন নবান্ন অভিযান প্রসঙ্গে সুকান্ত মজুমদার তাদের পরিকল্পনা জানানোর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বসলেন। তাঁর দাবি, “নবান্নের আগে মিছিল আটকালে ভালো। কিন্তু মিছিলের শুরুতেই যদি তা আটকে দেওয়ার চেষ্টা করা হয়, তবে আমরা প্রতিবাদ জানিয়ে শঠে শাঠ্যং করবো।”

সংবাদমাধ্যম সূত্রের খবর, নবান্নের উদ্দেশ্যে বিজেপি প্রধানত তিনটি মিছিল নিয়ে আসতে চলেছে। এক্ষেত্রে হাওড়া স্টেশন থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে একটি মিছিল রওনা দেবে আর অপর দুটি রওনা দিতে চলেছে শিয়ালদহ এবং সাঁতরাগাছি স্টেশন থেকে, যার নেতৃত্বে থাকবেন যথাক্রমে দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন মিছিল প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, “আমাদের কর্মীদের শান্ত এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল আয়োজন করার কথা জানিয়েছি। তবে অতীতে আমরা পুলিশের অতিসক্রিয়তা দেখেছি। যেভাবে রাজ্যে একের পর এক দুর্নীতির কাণ্ড ধরা পড়ে চলেছে, তার প্রতিবাদ জানাতেই আমরা মিছিলের আয়োজন করেছি। তবে পুলিশ আটকালে আমরা প্রতিবাদ করব।”

রাজ্য পুলিশ সূত্রে খবর, আগামী মঙ্গলবার বিজেপির ‘নবান্ন অভিযান’ ঘিরে বৃহত্তর গন্ডগোল সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে বিজেপির একটি অংশ ক্রমাগত সেই চেষ্টাই করে চলেছে। পরবর্তীতে নবান্নের পাশাপাশি গোটা রাজ্যে সেই বিতর্ক ছড়িয়ে দিতে তৎপর তারা। তবে আবার অপরদিকে বিজেপির তরফ থেকে এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে।

sukanta bjp tmc

বিশেষজ্ঞদের মতে, অতীতে সিপিএম থেকে শুরু করে বিজেপি একাধিকবার নবান্ন অভিযান করে। এক্ষেত্রে প্রতিবারই তাদেরকে নবান্নে আসার পূর্বেই আটকে দেওয়া হয়। তবে সাম্প্রতিক সময়ে দুর্নীতি ইস্যুতে যেভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী ১৩ ই সেপ্টেম্বর বিজেপির এই অভিযানকে কিভাবে সামাল দেয় রাজ্য পুলিশ, সেদিকে তাকিয়ে সকলে।


Sayan Das

সম্পর্কিত খবর