বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আর নেই। কিন্তু বলিউড এখনো বহাল তবিয়তে চলছে। অথচ এই ইন্ডাস্ট্রির জন্যই অকালে প্রাণ হারাতে হয়েছে সুশান্তকে, অভিনেতার ভক্তরা প্রায়ই এমন দাবি করে থাকেন। সুশান্ত বহিরাগত ছিলেন বলে তাঁকে একঘরে করে দেওয়া হয়েছিল ইন্ডাস্ট্রিতে। বহু ছবি থেকে বাদও দিয়ে দেওয়া হয়েছে তাঁকে। অবসাদে ভুগতে ভুগতেই শেষমেষ আত্মহননের পথ বেছে নেন সুশান্ত, বারে বারে এমনি অভিযোগ তুলেছেন এস এস আর ভক্তরা।
এবার প্রয়াত অভিনেতার দিদি মিতু সিং তোপ দেগেছেন বলিউডের বিরুদ্ধে। সুশান্তের অভিশাপেই নাকি গ্রহণ লেগেছে ইন্ডাস্ট্রিতে। দু বছর আগে ভাইয়ের মৃত্যুর ক্ষত এখনো দগদগে তাঁর মনে। আর সেদিন থেকেই বলিউডের প্রতি ক্ষোভ মিতুর। সুযোগ পেয়ে তাই পরোক্ষে কটাক্ষ শানাতে ছাড়েননি তিনি।
‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় মিতু লেখেন, ‘সুশান্তের ব্রহ্মাস্ত্র এই বলিউডকে ধ্বংস করার জন্য যথেষ্ট। বলিউড চিরদিন জনতার উপরে কর্তৃত্ব করতে চেয়েছে। কখনোই সম্মান বা মনুষ্যত্বের পরিচয় দেয়নি। এই ধরণের মানুষদের আমরা কীকরে দেশের মুখ হতে দিতে পারি, যে দেশ নৈতিক ভাবে এত সমৃদ্ধ? জনতার মন জেতার জন্য ওদের ভণ্ড প্রচেষ্টা বিফলে গিয়েছে। গুণ এবং নীতিবোধই শুধু সম্মান এবং ভালবাসা জিততে পারে।’
২০২০ র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় মেলে সুশান্ত সিং রাজপুতের দেহ। তাঁর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে জলঘোলা হয়েছিল বলিউডে। তিন তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়োজিত হয়েছিল সুশান্ত মৃত্যু মামলায়। কিন্তু তাঁর মৃত্যুটা আত্মহত্যা নাকি খুন তা এখনো জানা যায়নি। গোটা দেশ তোলপাড় হয়েছিল ওই মর্মান্তিক ঘটনায়।
https://www.instagram.com/p/CiUUUWSvbaM/?igshid=YmMyMTA2M2Y=
বলিউডের তাবড় অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের নিয়ে টানাহেঁচড়াও কম হয়নি। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো, ইডি, সিবিআই এর সামনে দফায় দফায় হাজিরা দিয়েছেন তাঁরা। কয়েকজন লাগাতার ট্রোলের কারণে সোশ্যল মিডিয়া থেকেও অবসর নিয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তারা আবার ফিরেছেন স্বমহিমায়। তবে বলিউডের এই দুঃসময়ে অনেকেই প্রয়াত সুশান্তের কথা মনে করেন।