বাংলাহান্ট ডেস্ক : ফের বিহারে বন্দুকবাজের তাণ্ডব। বিহারের বেগুসরাইয়ে ২৮ নম্বর জাতীয় সড়কের ৩০ কিলোমিটার রাস্তা জুড়ে বিহারের মানুষ সাক্ষী থাকলেন এক অকল্পনীয় তাণ্ডবের। রাস্তায় ৪৬ মিনিট ধরে রীতিমতো তান্ডব লীলা চালালেন তারা। বাইক থেকে ছোড়া এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল একজনের। আহত কমপক্ষে ১০ জন। বিহারের এই তাণ্ডবের দৃশ্য কোন সিনেমার দৃশ্যের চেয়ে কম নয়।
প্রথম গুলিটি লাগে পিপরা গ্রামের বাসিন্দা বেগুসরাইয়ের পঞ্চায়েত সমিতির এক সদস্য অমিত কুমারের গায়ে। সেখানেই তার মৃত্যু হয়। এছাড়াও দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন বিশাল সোলাঙ্কি, রঞ্জিত যাদব,নিতেশ কুমার,গৌতম কুমার, বরৌনীর অমরজিৎ কুমার, মনসুরচকের নীতীশ কুমার, মরাঞ্চীর মোহন কুমার, প্রশান্ত কুমার এবং ভরত যাদব এবং জীতু পাসোয়ান। হাসপাতালে চিকিৎসাধীন এই ১০ জন আমাদের মধ্যে তিনজনের অবস্থা রীতিমতো গুরুতর।
গুলিতে আহত গ্যাস সরবরাহকারী গৌতম কুমার জানান,”গতকাল সন্ধ্যা ছটায় জাতীয় সড়কের ধারে আমার গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ একটা বাইক করে দুজন এলোপাথারি গুলি ছুড়তে থাকে। আমার হাতে একটা গুলি এসে লাগে। এরপর স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে দেয়।” আহতদের মধ্যে অন্যতম একজন জিতু। তিনি জানান,”হঠাৎ দেখি দুজন মানুষ বাইক করে গুলি চালাচ্ছে। নিজেকে আড়াল করতে যাব সেই সময় একটা গুলি আমার পায়ে এসে লাগে।”
পুলিশ গতকাল গভীর রাতে সমস্তিপুর থেকে দুজন সন্দেহভাজনকে আটক করেছে। তবে পুলিশের দাবি এই দুজন গুলি চালানোর সাথে যুক্ত নন। ঘটনার তদন্তের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত সিল করে দেওয়ার পাশাপাশি বিহারের সাত জেলায় জারি হয়েছে সতর্কতা।