সম্পত্তি হাতাতে অত‍্যাচার করতেন আমির, পাগল বানাতে চেয়েছিলেন! বিষ্ফোরক তথ‍্য ফাঁস করলেন ভাই ফয়জল

বাংলাহান্ট ডেস্ক: দাদা আমির খান (Aamir Khan) বলিউডের সুপারস্টার। অথচ ভাই, ফয়জল খানকে (Faisal Khan) চেনেন খুব কম লোকই। যদিও তাঁর বিষ্ফোরক মন্তব‍্য মাঝে মধ‍্যেই চর্চার বিষয় হয়ে ওঠে সিনেদুনিয়ায়। সে নিজের দাদা আমিরের ব‍্যাপারেই হোক বা অন‍্য কোনো বিষয়ে। এবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত‍্যু রহস‍্য নিয়ে মুখ খুলে সবার নজর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন ফয়জল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফয়জল দাবি করেছেন, সুশান্তের মৃত‍্যুটা আত্মহত‍্যা নয়, খুন ছিল। হত‍্যা করা হয়েছিল অভিনেতাকে, দাবি ফয়জলের। সঙ্গে তিনি আরো দাবি করেছেন, একাধিক এজেন্সি জড়িয়ে ছিল সুশান্তের মৃত‍্যুর সঙ্গে। মামলাটা আবার খুলবে কিনা সেটা সময়ই বলবে, কিন্তু তিনি নিশ্চিত যে সুশান্তকে খুনই করা হয়েছিল। অনেক সময়েই সত‍্যিটা সামনে আসে না। কিন্তু তিনি প্রার্থনা করেছেন যাতে সত‍্যিটা সামনে আসে।

aamir khan faissal khan
শুধু সুশান্তই নয়, আমিরের সম্পর্কেও বিষ্ফোরক মন্তব‍্য করেছেন ফয়জল। আমির যে কতটা স্বার্থপর এবং হিংস্র স্বভাবের সেটাই ফাঁস করে দিয়েছেন তিনি। ফয়জল অভিযোগ করেছেন, আমির নাকি সর্বক্ষণ তাঁর উপরে অত‍্যচার করতেন। তিনি যে মানসিক ভাবে অসুস্থ তা প্রমাণ করার জন‍্য উঠেপড়ে লেগেছিলেন আমির, যাতে গোটা সম্পত্তিটা তিনি একাই হস্তগত করতে পারেন।

এখানেই শেষ নয়। ফয়জল দাবি করেন, আমির নাকি তাঁকে একটি ঘরে বন্ধ করে কিছু ওষুধ খাইয়ে দিয়েছিলেন। এমনকি তাঁর মোবাইল ফোনটাও কেড়ে নেওয়া হয়েছিল। কিন্তু ফয়জল হাল ছাড়েননি। আমিরের বিরুদ্ধে মামলা করে শেষমেষ তিনি জিতে যান।

একাধিক বার বিগ বসে আসার প্রস্তাব পেয়েছেন ফয়জল। কিন্তু প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন তিনি। নিজের পরিবারকে হাস‍্যস্পদ করতে চান না তিনি। ফয়জল বলেন, তিনি চান না তাঁর পরিবারের মধ‍্যে বিবাদ নিয়ে চর্চা হোক, মুখরোচক গসিপ হোক। সবকিছু মিটিয়ে নিয়ে সবাই মিলে একসঙ্গে থাকতে চান ফয়জল।

Niranjana Nag

সম্পর্কিত খবর