পুজোর আগেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ৬০০ টি নতুন পদে নিয়োগের কথা ঘোষণা রাজ্যের

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি ইস্যুতে জেরবার বঙ্গ রাজনীতি। একদিকে যখন একের পর এক ইস্যুতে তদন্ত করে চলেছে সিবিআই (CBI) এবং ইডি (Enforcement Directorate), আবার অপরদিকে চাকরির দাবিতে আন্দোলনে শামিল বহু চাকরি প্রার্থী। এর মাঝেই এবার অসংখ্য পদে চাকরির কথা ঘোষণা করল রাজ্য।

উল্লেখ্য, বর্তমানে এসএসসির পাশাপাশি প্রাথমিক টেট ও অন্যান্য একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। হাইকোর্টে শুনানি চলাকালীন একাধিক মামলায় সিবিআই এবং ইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর মাঝেই আবার স্কুলে চাকরির নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে আর এবার বন দফতরে নিয়োগের কথা ঘোষণা করলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গজমিত্র নামক পদে মোট ৬০০ জনকে নিয়োগ করা হতে চলেছে বলে ঘোষণা রাজ্য সরকারের।

কি এই গজমিত্র? বন দফতর সূত্রে খবর, প্রধানত হাতিদের গতিবিধি লক্ষ্য রাখার জন্যই এই নয়া পদ তৈরি করার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। এক্ষেত্রে সরকারের তরফ থেকে অ্যান্ড্রয়েড ফোন দেওয়ার পাশাপাশি একটি বিশেষ অ্যাপ ইনস্টল করা হবে। সেই অ্যাপের মাধ্যমেই হাতির গতিবিধি সম্পর্কে খবর দেওয়া যাবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলার একাধিক গ্রামে মাঝেমধ্যেই হাতি প্রবেশ করার ঘটনা ঘটতে দেখা যায়। এক্ষেত্রে মানুষের ক্ষতি হওয়ার পাশাপাশি রেললাইনে হাতি ঢুকে পড়লে সে ক্ষেত্রে সেই সকল প্রাণীদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে আর এই কারণেই মোট ৬০০ টি পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করার কথা ঘোষণা করা হলো।

এদিন জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “বন দফতরের মাধ্যমেই মোট ৬০০টি পদে নিয়োগ হতে চলেছে। এক্ষেত্রে বনাঞ্চল সংলগ্ন এলাকায় যে সকল মানুষ থাকেন, তারাই অগ্রাধিকার পাবেন। হাতির খবর দেওয়াই এক্ষেত্রে প্রধান কাজ হতে চলেছে তাদের।এক্ষেত্রে মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করা হবে। সেই অ্যাপের মাধ্যমে খবর দেওয়া হবে প্রধান দায়িত্ব।”

তিনি আরো বলেন, “স্টেশন মাস্টারের মোবাইলেও এরকম একটি অ্যাপ থাকবে, যার মাধ্যমে তাকে হাতির খবর দেওয়া হলে তিনি সেটিকে রেল চালকদের অবগত করবেন; যাতে তারা সঠিক উপায় ট্রেনটি চালানোর মাধ্যমে হাতিদের প্রাণকে রক্ষা করতে পারে।”

ukn 5

বন দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গ থেকে ২০০ টি চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে এবং উত্তরবঙ্গের সেই সংখ্যা ৪০০। এক্ষেত্রে প্রত্যেকের বেতন হবে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা। যদিও নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, সে প্রসঙ্গে আপাতত কোন স্পষ্ট ধারণা মেলেনি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর