বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে সংবাদমাধ্যমে। শিক্ষাক্ষেত্রে চরম অব্যবস্থা এখন নিত্যদিনের সঙ্গী উত্তরপ্রদেশের বিভিন্ন স্কুলে। সম্প্রতি একটি স্কুলে মিড ডে মিল নিয়ে ভয়ংকর একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওটি এখন রীতিমত ভাইরাল নেট দুনিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে কিছু স্কুল পড়ুয়া বসে রয়েছে মাটিতে। তাদের সামনে থালায় রাখা রয়েছে সাদা ভাত। কিন্তু সেই ভাতে নেই কোনরকম সবজি ,মাছ বা মাংস। শুধুমাত্র নুনের সাহায্যেই ওই সাদা ভাত খাচ্ছেন পড়ুয়ারা।
মিড ডে মিল নিয়ে মাঝেমধ্যেই সারা ভারতবর্ষ থেকে কিছু অভিযোগ উঠে আসে। এই অভিযোগটি এবার উঠলো উত্তরপ্রদেশের অযোধ্যার একটি প্রাথমিক স্কুলে। সরকার থেকে নির্দিষ্ট করে দেওয়া আছে মিড ডে মিলে পড়ুয়াদের কোন দিন কি খাবার পরিবেশন করা হবে। অভিযোগ সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শুধুমাত্র সাদা ভাত আর নুন খেতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমার স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করেছেন। তিনি জানিয়েছেন,”ঘটনাটি নিয়ে আমি তদন্তের নির্দেশ দিয়েছি। ইতিমধ্যেই স্কুলের অধ্যক্ষকে বরখাস্ত করা হয়েছে। স্কুলের শিক্ষিকাকেও বরখাস্ত করা হতে পারে।”
School kids are eating school meal, boiled rice and salt in Ayodhya, India. In that town, Hindu right wing is building a huge temple spending 18 billion rupees after demolishing a mosque. pic.twitter.com/ZyfY9jnp73
— Ashok Swain (@ashoswai) September 28, 2022
অযোধ্যার এই স্কুলটি গ্রামাঞ্চলে অবস্থিত। স্কুলে বসে খাবার ব্যবস্থা না থাকায় অনেক পড়ুয়ারা মিড ডে মিলের খাবার নিয়ে বাড়ি চলে যায়। অভিভাবকদের অভিযোগ তারা কিছুদিন ধরে দেখছেন যে মিড ডে মিলে তাদের সন্তানদের শুধুমাত্র সাদা ভাত আর নুন দেওয়া হচ্ছে। এরপর তারা স্কুলে আসেন ঘটনাটি খতিয়ে দেখতে। অভিভাবকরা স্কুলে এসে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন।