ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে ট্রাফিক নিয়ম লঙ্ঘন, অন্য ব্যক্তিকে চালান পাঠালো পুলিশ

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে ট্রাফিক পুলিশ ট্র্যাফিক লঙ্ঘনকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং প্রতিটি নাগরিক ট্রাফিক নিয়ম মেনে চলছে কিনা তা পরীক্ষা করার জন্য প্রতিটি কোণে ক্যামেরা এবং রাডারের মাধ্যমে অনুসন্ধান চালায় তারা। তারপরও কেউ কেউ ট্রাফিক আইন অমান্য করে চলেছেন। বর্তমানে হাইটেক যুগে ট্রাফিক পুলিশ ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারীদের বাড়িতে অনলাইনে চালান পাঠায়। সিসি ক্যামেরায় দৃশ্যমান নম্বর প্লেট অনুযায়ী ট্রাফিক পুলিশ এই চালানগুলি পাঠিয়ে থাকে। কিন্তু কেউ গাড়ির নম্বর প্লেট যদি ভুয়ো লাগিয়ে থাকেন তখন কী হবে। হ্যাঁ, এমনই এক ঘটনা দেখা গেল মুম্বাইয়ে।

মুম্বাই-ভিত্তিক সিএ সুচিত শাহ নামে একজন টুইটার ব্যবহারকারী শেয়ার করেছেন যে কীভাবে একজন বাইক চালক যিনি নিয়মিত ট্র্যাফিক নিয়ম ভঙ্গ করেছেন।বাইক চালক তার নম্বর প্লেটটিই পরিবর্তন করে ফেলেছেন। এই ভুয়ো নম্বর প্লেট সুচিতের চার চাকার নম্বর প্লেটের অনুরূপ। তথ্য অনুযায়ী, যখনই ওই ব্যক্তি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন, তখনই সুচিত চালান পান।

স্কুটার চালকের নম্বর প্লেটের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই ব্যক্তি একজন নিয়মিত ট্রাফিক আইন লঙ্ঘনকারী। তিনি তার নম্বর ফলক পরিবর্তন করে তার E কে F এর মত করেছেন। তার নম্বর MH02EJ0759। কিন্তু এই ছবিতে, এটি MH02FJ0759 এর মত দেখাচ্ছে। এইভাবে FJ0759 নম্বর দিয়ে আমার ফোর হুইলারে বিরুদ্ধে সমস্ত চালান আসে। আমি অভিযোগ করতে করতে ক্লান্ত।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর