দশ জন মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ! বিগ বস থেকে সাজিদকে সরাতে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন

বাংলাহান্ট ডেস্ক: তাঁর বিরুদ্ধে একাধিক অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ। মাথার উপর ঝুলছে বেশ কয়েকটি ‘মিটু’ মামলা। সেই সাজিদ খান (Sajid Khan) বেশ কিছুদিন মুখ লুকিয়ে থাকার পর হঠাৎ করেই প্রকাশ‍্যে। তাও আবার বিগ বসের (Bigg Boss) মঞ্চে, সলমন খানের পাশে। তিনিই নাকি শোয়ের আসন্ন সিজনের অন‍্যতম প্রতিযোগী।

পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগকারিনীদের মধ‍্যে একাধিক জনপ্রিয় নাম রয়েছে। মন্দনা করিমি, আহানা কুমরা, সালোনি চোপড়ার পাশাপাশি প্রয়াত জিয়া খানের বোনকেও ছাড়েননি নাকি তিনি। সেই সাজিদ খান কিনা বিগ বসের মতো একটি শোতে এতজন প্রতিযোগীর সঙ্গে খেলবেন আর সেটা জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত হবে!

Jiah sajid
পরিচালকের বিরুদ্ধে ক্ষোভের আগুন আগেই প্রজ্জ্বলিত হয়েছিল‌। এবার তা দাবানলের আকার নিল। বিগ বস থেকে সাজিদকে বাদ দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে খোলা চিঠি দিলেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল।

অনুরাগ ঠাকুরকে ট‍্যাগ করে তিনি একটি টুইটে লিখেছেন, ‘মিটু বিদ্রোহের সময়ে ১০ জন মহিলা সাজিদ খানের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছিলেন। এই সমস্ত অভিযোগ সাজিদের কুৎসিত মানসিকতার প্রমাণ দেয়। এখন এই মানুষটাকে বিগ বসে জায়গা দেওয়া হয়েছে যেটা ভুল। আমি অনুরাগ ঠাকুরকে আবেদন জানিয়েছি যাতে সাজিদ খানকে এই শো থেকে বাদ দেওয়া হয়।’

 

সাজিদ খানকে নিয়ে গত বেশ কয়েক বছর ধরেই বিতর্ক চলছে। ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে একাধিক যৌন হেনস্থার মামলা দায়ের হওয়ার পর ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তরফে এক বছরের জন‍্য বয়কট করে দেওয়া হয় সাজিদ খানকে। সে বছর ‘হাউজফুল ৪’ এর পরিচালকের পদ থেকেও সরে দাঁড়ান তিনি‌। তবে সাজিদকে নিয়ে বিতর্কের কোনো জবাব এখনো পর্যন্ত দেয়নি বিগ বস নির্মাতারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর