বিদ্যুৎ-বিভ্রাটে বিধ্বস্ত যুবভারতীতে ইস্টবেঙ্গল কোচিং স্টাফদের সামনে এগিয়ে গিয়েও হার এটিকে মোহনবাগানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গলের পথে হেঁটেই চলতি মরশুমে আইএসএল অভিযান শুরু করলো এটিকে মোহনবাগান। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দাপট দেখিয়ে খেলে প্রথমার্ধে এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হল জুয়ান ফের্নান্দোর দলকে। বাংলারই ছেলে রহিম আলীর ৮৩ মিনিটের গোলে হারের নিশ্চিত হয় সবুজ মেরুন শিবিরের। ভাল খেলেও দলকে হাঁটতে হওয়ায় হতাশ সবুজ-মেরুন সর্মথকরা।

তবে রহিম আলী ম্যাচ জেতানো গোল করলেও চেন্নাইয়ানের আজকের আসল হিরো পরিবর্ত হিসেবে নামা ঘানার ফুটবলার কুয়ামা কারিকারী। প্রথমার্ধে দল পিছিয়ে থাকার পর চেন্নাইয়ান এফসি কোচ থমাস ব্র্যাডারিচ ৫৯ মিনিট নাগাদ মাঠে আনেন কুয়ামাকে। ৬২ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান তিনি। এরপর ৮২ মিনিটে তার পাস থেকেই করেন রহিম আলী।

ম্যাচের প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের বেশ কিছু অংশ জুড়ে যথেষ্ট দাপটে ফুটবল খেলেছিল এটিকে মোহনবাগান। চেন্নাইয়ানর ডিফেন্সের একাধিক ভুল তাদের ম্যাচের ওপর দখল নিতে আরো সুবিধা করে দিয়েছিল। চেন্নাইয়ানকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছিল এটিকে মোহনবাগান। ফলস্বরূপ এটিকে মোহনবাগানের নতুন বিদেশি দিমিত্রি পেট্রাটোসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মনবীর সিং। প্রথমার্ধে আরও বেশ কিছু সুযোগ নষ্ট করেছিল তারা, যার খেসারত তাদের পরবর্তীতে দিতে হয়েছে।

এটিকে মোহনবাগানের প্রথম একাদশে একটা বড় চমক ছিল। তারকা ভারতীয় ফুটবলার লিস্টন কোলাসোকে বেঞ্চে দল নামিয়েছিলেন জুয়ান ফের্নান্দো। দিও ম্যাচে সমতা ফেরার পর তাকে আশিষ রাই জায়গায় নামে একটা মরিয়া চেষ্টা করেছিলেন এটিকে মোহনবাগান কোচ। কিন্তু শেষপর্যন্ত কিছুই হয়নি। ম্যাচের ৫৩ মিনিট নাগাদ জেনারেটরের সমস্যার কারণে যুবভারতীর আলো বেশ কিছুক্ষণের জন্য নিভে যায়। সেই ঘটনায় হয়তো এটিকে মোহনবাগান খেলোয়াড়দের মনোযোগ নষ্ট হয়েছিল এমনটাও দাবি করেছেন অনেক সমর্থক।

তবে আজকের ম্যাচে গ্যালারি বেশ খালিই ছিল। ‘রিমুভ এটিকে’ নামক যে ক্যাম্পেন চলছে মোহনবাগান ভক্তদের মধ্যে তারই ফলস্বরূপ গ্যালারি খালি ছিল বলে অনেকে মনে করছেন। মধ্যে আজ এটিকে মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইনের যাবতীয় সরকারি কোচিং স্টাফরা। আজকের হারের পর কেরালায় গিয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান তারা ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের শুরুটা দুর্দান্তভাবে করেছে। তার পরেই রয়েছে কলকাতা ডার্বি। এই উত্তেজক ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ভালো করে মেপে রাখতেই হয়তো এমন উদ্যোগ নিয়েছিল ইস্টবেঙ্গল কোচ।

Reetabrata Deb

সম্পর্কিত খবর