শর্টকাটে মা হতে গিয়ে আইন ভেঙেছেন নয়নতারা? তদন্ত শুরু করছে রাজ‍্য সরকার

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পর থেকেই যেন ফাঁড়া শুরু হয়েছে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার (Nayanthara) জীবনে। বিয়ের ঠিক পরপর জুতো পরে তিরুমালা মন্দির প্রাঙ্গনে পা রাখার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন তিনি এবং তাঁর স্বামী বিঘ্নেশ শিবন। এবার ফের জীবনের নতুন ধাপে পা রাখতে না রাখতেই আবারো বিতর্কে জড়ালেন তারকা জুটি।

রবিবার বিয়ের চার মাস পূর্তি উপলক্ষে এক বিরাট সারপ্রাইজ দিয়েছেন নয়নতারা এবং বিঘ্নেশ। যমজ সন্তানের বাবা মা হয়েছেন তাঁরা। রবিবার হঠাৎ করেই সোশ‍্যাল মিডিয়ায় দুই সদ‍্যোজাতর সঙ্গে ছবি শেয়ার করে সবাইকে চমকে দেন তাঁরা। আর তারপরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

Nayanthara
এদিন সুখবর জানিয়ে দুটি ছবি শেয়ার করেন বিঘ্নেশ। ছবিতে দুই সদ‍্যোজাতর ছোট্ট ছোট্ট পায়ে চুমু খেতে দেখা গিয়েছে দুজনকে। বিঘ্নেশ লিখেছেন, ‘নয়ন আর আমি আম্মা আর আপ্পা হয়েছি। দুই যমজ সন্তান আমরা আশীর্বাদ রূপে পেয়েছি।’ শুভেচ্ছা বার্তায় ভাসার সঙ্গে সঙ্গে বিপদের বার্তাও এসেছে নয়নতারা এবং বিঘ্নেশের উদ্দেশে।

বিয়ের মাত্র চার মাস পরেই যমজ সন্তান জন্মের সুখবর দেওয়ায় নেটনাগরিকরাও অবাক। বিয়ের সময়ে নয়নতারাকে দেখে বোঝাই যায়নি যে তিনি অন্তঃসত্ত্বা। এমনকি তারপরেও তাঁকে দেখে এমন সম্ভাবনার কথা মাথায় আসেনি কারোর। অনেকেই মনে করছেন, ট্রেন্ড মেনে সারোগেসির মাধ‍্যমে মা হয়েছেন অভিনেত্রী। এবার এই খোঁজেই নামল তামিলনাড়ু সরকার।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে তামিলনাড়ুর স্বাস্থ‍্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, নয়নতারা এবং বিঘ্নেশ কি আদৌ ভারতীয় সারোগেসির নিয়ম মেনেছেন? উত্তরে স্বাস্থ‍্যমন্ত্রী বলেন, সারোগেসি বিষয়টাই খুব বিতর্কিত। তবে আইন বলে, হবু বাবা মার বয়স যদি ২১-৩৬ এর মধ‍্যে হয় তাহলে তারা পরিবারের সম্মতিক্রমে সারোগেসির সাহায‍্য নিতে পারবে। নয়নতারা এবং বিঘ্নেশ এই নিয়ম মেনেছেন কিনা সেটা জানতে তদন্ত করা হবে বলেও জানিয়েছেন সে রাজ‍্যের স্বাস্থ‍্যমন্ত্রী।

প্রসঙ্গত, গত ৯ জুন বিয়ের পিঁড়িতে বসেছিলেন নয়নতারা এবং বিঘ্নেশ। একজন দক্ষিণী ইন্ডাস্ট্রির লেডি সুপারস্টার, অন‍্যজন প্রথম সারির পরিচালক। প্রেম করে ধুমধাম করে বিয়ে করেছিলেন দুজনে। বিয়ের ঠিক চার মাসের মাথায় সন্তান জন্মের সুখবর দেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর