সাত লাখের বিনিময়ে দেওয়া হত চাকরি! মানিকের বাড়ি থেকে উদ্ধার মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতার করে ইডি (Enforcement Directorate)। বর্তমানে এই মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসে চলেছে আর এবার সেই সূত্র বজায় রেখে ইডির দাবি, মানিকের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্দেশ্য করে লেখা একটি চিঠি উদ্ধার করেছে তারা। এই খবরটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, “মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি উদ্ধার করা হয়েছে। যেখানে অভিযোগ করা হয় যে, মোট ৪৪ জনের থেকে ৭ লক্ষ টাকা করে নেওয়া হয়েছে।” অর্থাৎ তিন কোটির ওপর টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চিঠি লেখা হলে তা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বাড়িতে কিভাবে পৌঁছালো? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই প্রশ্নের উত্তরে অসঙ্গতি মেলে মানিক ভট্টাচার্যের কথায় আর এরপরই গ্রেফতার করা হয় তাঁকে।

একইসঙ্গে এদিন ব্যাঙ্কশাল আদালতে ইডির তরফ থেকে দাবি করা হয় যে, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৬৪ কোটি টাকা মিলেছে। তদন্তকারী সংস্থার এহেন দাবির পর ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে পড়েছে সর্বত্র। তাদের দাবি, শৌভিক ভট্টাচার্যের নামে একটি consultancy farm রয়েছে, যেখানে ৫০ হাজার টাকা করে দিয়েছে মোট ৫৩০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং এগুলি দুর্নীতির অংশ বলে দাবি করেছে ED।

পাশাপাশি মানিক ভট্টাচার্যের হোয়াটসঅ্যাপ চ্যাটের কন্ট্যাক্ট লিস্টে একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ইডি সূত্রের খবর, RK-নামক এক ব্যক্তির সঙ্গে অসংখ্য চ্যাট উদ্ধার করেছে তারা। পাশাপাশি মেসেজে উল্লেখ রয়েছে, ‘ফাইনাল লিস্ট তৈরি করে ডিডি-কে (DD) পাঠিয়ে দেওয়া হয়েছে, ইডি (ED) তা দেখে নিয়েছে।’

Manik

প্রসঙ্গত, এ সকল খবর সামনে আসতেই ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। বিশেষত RK নামক ব্যক্তি কে, আদেও কি তিনি রাজনীতির লোক নাকি বাইরের, তা নিয়ে উঠে গিয়েছে একাধিক প্রশ্ন। এক্ষেত্রে পরবর্তী সময়ে মানিকের নামে নয়া কোন তথ্য উঠে আসে, সেটাই দেখার।

Sayan Das

সম্পর্কিত খবর