বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার যে সিরিয়াল এখন গোটা বাংলা কাঁপাচ্ছে তার নাম ‘গৌরী এলো’ (Gouri Elo)। ভক্তিমূলক এই সিরিয়াল তুলনামূলক নতুন চ্যানেলে। কিন্তু প্রথম থেকেই ভাল টিআরপি তুলছে গৌরী এলো। আসলে গ্রামের মেয়ে গৌরী আর শহরের ডাক্তার ঈশানের জুটিটা বেশ পছন্দ করছে দর্শকরা।
ট্রোল যে হয়না সিরিয়ালটা নিয়ে, এমনটা কিন্তু নয়। বরং জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে নিন্দাও প্রথম থেকেই সঙ্গী গৌরী এলোর। কখনো দ্য ভিঞ্চির মোনালিসার ছবিতে মালা পরিয়ে পুজো করার জন্য, আবার কখনো অতি নাটকীয় দৃশ্য দেখানোর জন্য সিরিয়াল নির্মাতাদের তুলোধনা করেছেন দর্শকদের একাংশ।
অনেকেই অভিযোগ করেছেন, গৌরীর দেবীত্ব প্রমাণ করার জন্য যা দেখানো হচ্ছে তা অতিমাত্রায় রঙ চড়ানো। এবার প্রকাশ্যে এল আসন্ন কালীপুজোর পর্বের প্রোমো, যা নিয়ে ফের একবার বিতর্ক শুরু হয়েছে নেটমাধ্যমে। প্রোমো শুরু হয় গৌরী ঈশানের ফুলশয্যার দৃশ্য দিয়ে।
হঠাৎ করেই ছন্দপতন! দরজা খুলে ঢুকে পড়েন ঈশানের ছোটদাদু। সটান গৌরীর সামনে হাঁটু গেড়ে বসে হাতজোড় করে বলেন, তাকে চিনতে ভুল করেছেন তিনি। গৌরীই আসলে মা কালী। তার স্থান ঘরে নয়, মন্দিরে। এরপরেই দেখা যায়, লাল পাড় সাদা শাড়ি, গলায় জবার মালা পরে বসে গৌরী। এদিকে কাণ্ডকারখানা দেখে হতভম্ব ঈশান।
প্রোমো দেখে অনেকেই প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ‘দেবী’ গল্পটির সঙ্গে মিল পেয়েছেন। যেখানে বাড়ির বউ দয়াময়ী তার শ্বশুরের পাওয়া স্বপ্নাদেশের ভিত্তিতে ‘দেবী’ হয়ে ওঠে। তার স্থান হয় মন্দিরে। ঠিক যেমনটা গৌরীর নতুন প্রোমোতে দেখানো হয়েছে।
https://www.instagram.com/reel/CjsgFzkBZp7/?igshid=YmMyMTA2M2Y=
তফাৎ শুধু গৌরী যে দেবীর অংশ তা আগে থেকেই জানা গিয়েছিল সিরিয়ালে। যদিও এখনো শুধু মাত্র প্রোমো প্রকাশ্যে এসেছে। আগামী ২৪ অক্টোবর দু ঘন্টার মহাপর্ব দেখানো হবে গৌরী এলো সিরিয়ালে।