বাংলা হান্ট ডেস্কঃ সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কটাক্ষ করে একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন বিজেপি (Bharatiya Janata Party) নেতা-মন্ত্রীরা। সম্প্রতি বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বুকে পা তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন আর এর মাঝেই এবার পঞ্চায়েত নির্বাচনে সার্জিক্যাল স্ট্রাইক করার নিদান দিলেন ওন্দার (Onda) বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Sakha)। যদিও বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির।
উল্লেখ্য, ২০১৬ সালে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে সার্জিক্যাল স্ট্রাইক ঘটায় ভারতীয় সেনা, যে ঘটনা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্রসঙ্গ তুলে ধরে বিতর্ক আরো বাড়িয়ে তুললেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। সার্জিক্যাল স্ট্রাইক-এর প্রসঙ্গ তুলে ধরে এদিন বিজেপি বিধায়ক বলেন, “অতীতে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তা আবার হবে। আপনারা মানসিকতা নিন। মানুষ আমাদের পাশে রয়েছে। আপনারা তৈরি হন।”
প্রসঙ্গত, এদিন হামিরপুর সংলগ্ন এলাকায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি নেতৃত্ব। এক্ষেত্রে অনুষ্ঠান করার জন্য মঞ্চের অনুমতি চাওয়া হলেও প্রশাসনের তরফ থেকে তা দেওয়া হয়নি। সেই প্রসঙ্গে একটি মিছিল পর্যন্ত বার করে পদ্মফুল শিবির, যেখানে উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ, দিবাকর ঘরামি এবং অমরনাথ শাখা।
পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক কটাক্ষ ছুড়ে দেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, “অতীতে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তা আবার করব। আপনারা নিজেদের মধ্যে সেই মানসিকতা আনুন। তৈরি হন, মানুষ আমাদের পাশে রয়েছে। মণ্ডল সভাপতিকে আগ্রাসী মনোভাব আনতে বলবো। তোমরা আগ্রাসী মনোভাব নিলে আগামী আরো ৫০ জন কর্মী সেই মনোভাবে অগ্রসর হবে।”
যদিও বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন অমরনাথ শাখার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা সুব্রত দত্ত বলেন, “উনি সার্জিক্যাল স্ট্রাইকের কথা তুলে ধরেছেন। ওটা পাকিস্তানের ওপর ভারতের হামলা ছিল। তাহলে কি উনি হামিরপুরের স্থানীয় বাসিন্দাদের পাকিস্তানের সঙ্গে তুলনা করতে চাইলেন? বলে রাখি, আমাদের লাঠি দেখিয়ে কোনরকম লাভ হবে না। বিধানসভা নির্বাচনে ২১৩ টা গোল দিয়েছিলাম। ভবিষ্যতে মানুষ আরো গোল দেবে।”