বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরসুমে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) গ্রাহকদের একটি বড় খুশির খবর দিয়েছে। SBI জানিয়েছে এখন FD- তে আগের থেকে বেশি সুদ দেবে৷ প্রকৃতপক্ষে, SBI তার FD-এর সুদের হার সমস্ত মেয়াদের জন্য 20 বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে। জানা গিয়েছে, নতুন সুদের হার 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের উপর প্রযোজ্য হবে।
ব্যাঙ্কের ওয়েবসাইট অনুসারে, FD-তে বর্ধিত সুদের হার 15 অক্টোবর, 2022 থেকে কার্যকর হবে৷ দুই মাসের ব্যবধানে খুচরো এফডি-তে সুদের হার বাড়ালো এই ব্যাঙ্ক। SBI ওয়েবসাইট অনুসারে, FD সুদের হার 10 বেসিস পয়েন্ট (bps) থেকে 20 bps পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
2 কোটি টাকার কম FD-তে আপনি কী রিটার্ন পাবেন?
SBI 7 দিন থেকে 45 দিনের মধ্যে FD-এর সুদের হার 2.90 শতাংশ থেকে বাড়িয়ে 3 শতাংশ করেছে৷ একইভাবে, 46 দিন থেকে 179 দিনের মধ্যে FD 4 শতাংশ সুদের হার প্রদান করবে। আগে এই সময়ের জন্য সুদের হার ছিল 3.90 শতাংশ।একই সাথে , 180 দিন থেকে 210 দিনের মধ্যে খুচরো এফডি-তে সুদের হার বেড়ে 4.65 শতাংশ হয়েছে।
ব্যাংকটি 211 দিন থেকে এক বছরের কম আমানতের সুদের হার 4.60 শতাংশ থেকে বাড়িয়ে 4.70 শতাংশ করেছে। এক বছর থেকে দুই বছরের কম মেয়াদী FD-এর সুদের হার 5.45 শতাংশ থেকে বেড়ে 5.60 শতাংশ হয়েছে৷ দুই বছর থেকে তিন বছরের কম পর্যন্ত FD-এর সুদের হার 5.50 শতাংশ থেকে বাড়িয়ে 5.65 শতাংশ করা হয়েছে। তিন বছর থেকে পাঁচ বছরের কম মেয়াদী আমানতের সুদের হার 5.60 শতাংশ থেকে বাড়িয়ে 5.80 শতাংশ করা হয়েছে। পাঁচ বছর থেকে 10 বছরের মধ্যে FD-তে সুদের হার 5.65 শতাংশ থেকে 5.85 শতাংশ হয়েছে।