মন্দিরে ফের আজান শোনানোর বার্তা! ছবি শেয়ার করতেই নতুন বিতর্কে স্বস্তিকা

বাংলাহান্ট ডেস্ক: চর্চায় ফের স্বস্তিকা মুখোপাধ‍্যায় (Swastika Mukherjee)। এমনিতে নিজের নানান কাণ্ডকারখানার জন‍্য প্রায়ই নেটপাড়ায় ঝড় তোলেন অভিনেত্রী। ছক ভাঙা মনোভাবের জন‍্য বিশেষ জনপ্রিয়তা রয়েছে তাঁর। অবশ‍্য এর জন‍্য নিন্দাও কম শুনতে হয় না তাঁকে। দিন কয়েক আগেই দূর্গাপুজোর কার্নিভ‍্যালে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলে ট্রোলড হয়েছিলেন স্বস্তিকা। দিন কয়েক যেতে না যেতেই ফের সংবাদ শিরোনামে অভিনেত্রী।

সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ‍্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্বস্তিকা। ‘মিটু আন্দোলনের পর বদলে যাওয়া নারীবিশ্ব’ বিষয়ে বক্তব‍্যও রাখেন তিনি। এদিনের বেশ কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। ক‍্যাপশনে লিখেছেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক। হোক আলোচনা, বাড়াও চেতনা, মুক্ত হোক মন।’

Swastika mukherjee 2
সঙ্গে বিশ্ববিদ‍্যালয়ের ছাত্রছাত্রীদের অটোগ্রাফের আবদারেও খুশি স্বস্তিকা। তাঁর শেয়ার করা ছবিগুলির মধ‍্যে একটি ছবি নিয়ে বিতর্ক শুরু হয়েছে নেটমাধ‍্যমে। ছবিতে কিছু বড় পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। একটি পোস্টারে লেখা, ‘আমাদের মন্দিরে আগামী সকালের আজান হোক ইস্পাত আলোর মরশুম’।

Swastika 1
এই বক্তব‍্য নিয়েই আপত্তি নেটনাগরিকদের একাংশের। শুরু হয়ে গিয়েছে কটাক্ষের পালা। একজন লিখেছেন, ‘তোদের ভাগ্য ভাল আমরা কট্টর পন্থায় বিশ্বাসী নই। আমরা ধর্মের নামে মানুষ খুনে বিশ্বাসী নই। তবুও সবকিছুর লিমিটেশান আছে যেটা তোদের মতন মানুষেরা ক্রশ করে ফেলেছিস।’

আরেকজন কটাক্ষ ছুঁড়েছেন, ‘অবশ্যই হোক। খুব ভালো কথা। শুধু ম্যাডাম এরকমই একটা পোস্টার লিখে এরকম ভাবে আর একটা ছবি দিন। সেই পোস্টারে লেখা থাকুক – আমাদের মসজিদে আগামী মহালয়ার চণ্ডীপাঠ হোক ইস্পাত আলোর মরসুম। আলো টা সবদিক থেকে জ্বলে উঠলেই তো দুনিয়াটা আলোকিত হবে দিদিভাই – আপনার বিগ ফ্যান’।

Swastika 2

খোঁচা মেরেছেন বিজেপির তরুণজ‍্যোতি তিওয়ারিও। পালটা প্রশ্ন করেছেন, ‘পূজার মন্ডপে আযান তো একবার হয়েছে আগামীকাল  মসজিদে একটু চন্ডী পাঠ হোক? এই দাবিটা রাখতে পারেন তো’।

https://www.instagram.com/p/Cj0MKpjSQl8/?igshid=YmMyMTA2M2Y=

 

প্রসঙ্গত, কিছুদিন আগে মুখ‍্যমন্ত্রীকে প্রণাম করে ট্রোলড হয়েছিলেন স্বস্তিকা। উত্তরে তিনি লিখেছিলেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার। চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়। আমরা একটা সভ্য দেশে বাস করি, বর্বর নই। কাল দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও একই ভাবে নমস্কার করব কারণ সেটাই ঠিক।’


Niranjana Nag

সম্পর্কিত খবর