বাংলা হান্ট ডেস্কঃ নিজ রাজ্য গুজরাট (Gujrat) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন গান্ধীনগরের ডিফেন্স এক্সপোর উদ্বোধন করার পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর এয়ার ফিল্ডের উদ্বোধন ঘটে প্রধানমন্ত্রীর হাত ধরে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে।
কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এদিন ডিফেন্স এক্সপোর অনুষ্ঠানে এসে মোদী বলেন, “দেশ একটা সময় পায়রা ওড়াত আর এখন চিতা ছাড়ে।” এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক সমালোচনা করে চলেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এমনকি এই তালিকায় শামিল হয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এবং অন্যান্য একাধিক ব্যক্তিত্ব।
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জন্মদিন উপলক্ষ্যে মধ্যপ্রদেশের একটি জঙ্গলে আটটি চিতা বাঘ ছাড়েন। নামিবিয়া থেকে আনা চিতাগুলিকে জঙ্গলে ছাড়ার পর এই প্রসঙ্গে একাধিক ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা দেশে। পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রধানমন্ত্রীর একটি সফরের ভিডিও টুইট করে লেখা হয়, “শের আয়া শের আয়া”, যা নিয়ে পরবর্তীতে কটাক্ষ জোটে প্রধানমন্ত্রীর ভাগ্যে।
বর্তমানে ‘পায়রা-চিতা’ মন্তব্যের জেরে পুনরায় একবার আসরে নামলো নেট ব্যবহারকারীরা। প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এদিন এক টুইট ব্যবহারকারী লেখেন, “চিতা কেন বলছেন? আপনারা অপরাধী এবং ধর্ষকদেরও তো ছেড়ে দেন।” তার সুরে সুর মিলিয়েছেন আরো একাধিক মানুষজন।
পাশাপাশি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন, “এই তালিকায় ধর্ষকদের যুক্ত করুন।” প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এহেন বক্তব্য কেন?সম্প্রতি, গুজরাটের বিলকিস ধর্ষণকাণ্ডে অপরাধীদের আগাম মুক্তি দেওয়ার বিষয়ে ঘোষণা করে রাজ্যের বিজেপি সরকার, যা নিয়ে সমালোচনায় সরব হয় একাধিক মহল। সেই কারণেই এদিন মোদির চিতা ছাড়ার বক্তব্যে ধর্ষকদের ছেড়ে দেওয়ার প্রসঙ্গকে তুলে ধরেছেন নেট ব্যবহারকারীরা।
উল্লেখ্য, বীর সিং নামে অপর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এদিন লেখেন, “একটা সময় আমাদের দেশ চন্দ্রযান পাঠিয়েছিল। আর এখন ছেড়ে দেওয়ার জন্য কি বা বাকি রয়েছে?” পাশাপাশি বিহারের এক চিত্র পরিচালক বলেন, “অনেক ভাবনা এবং চিন্তা করে কথা বলার প্রয়োজন। পায়রা শান্তির প্রতীক আর চিতা হল আক্রমণ-প্রতি আক্রমণের।”