বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্যে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ। একদিন আগেই দলের রাজ্য কোর কমিটি উপর একরাশ ক্ষোভ উগরে দেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করেছেন ওই বিজেপি সাংসদ । এই প্রসঙ্গে এবার নরম স্বরে সৌমিত্রর পাশেই দাঁড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) তবে প্রকাশ্যে মুখ খোলায় সৌমিত্র খাঁয়ের সমালোচনাও করেছেন তিনি।
বুধবার সৌমিত্র খাঁ বলেন, ‘যারা ২০১৯ সালের আগে রাজনীতিই করেনি। তাদেন নেতৃত্ব আমি মানব না। কোনও অযোগ্য লোককে নেতা বানানোর জন্য আমি বিজেপিতে আসিনি।’ এই বিষয়ে দিলীপবাবু বলেন, ‘উনি তো নতুন কিছু বলেননি। এর আগে আমার সম্পর্কেও বলেছেন। বিস্ফোরণটা ফেসবুকে বা মিডিয়ায় করে লাভ নেই। বিস্ফোরণটা মাটিতে করতে হয়। তাহলে পার্টির লাভ হবে’। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘অভিষেক কবে পার্টি ছাড়বেন, তবে উনি যাবেন। সেই দিনের জন্য আমাদের অপেক্ষা করা উচিত’।
একসময় দিলীপবাবুর সঙ্গেও সৌমিত্র খাঁর সংঘাত চরমে মাত্রায় পৌঁছেছিল। ২০২০ সালের ডিসেম্বরে সৌমিত্র খাঁ যুব মোর্চার সভাপতি থাকাকালীন তাঁর বানানো একাধিক জেলা কমিটি ভেঙে দেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এরপরই ফুঁসে ওঠেন সৌমিত্র। সেই সময়ই দিলীপ – সৌমিত্র সংঘাত চরম পর্যায় পৌঁছয়। কমিটি ভেঙে দিয়ে দিলীপবাবু বলেন, যুব মোর্চার রাজ্য কমিটিই গঠন হয়নি, তাহলে জেলা কমিটি গঠন হল কী ভাবে? পরে অবশ্য দিলীপ ঘোষের সঙ্গে বিবাদ মিটিয়ে নেন সৌমিত্র খাঁ।