তাপসী মালিককে পুড়িয়ে মেরেছেন! সিঙ্গুর নিয়ে বাম ও টাটাদের একযোগে আক্রমণ মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সিঙ্গুর। কিছুদিন আগেই শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীর সভা থেকে পুরনো প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে সিপিএম। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেসকে নিশানা করে আক্রমণ করতে থাকেন বিরোধীরা। শিলিগুড়ির পর আজ ফের সিঙ্গুরের টাটার কারখানা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো তীব্রভাবে আক্রমণ করলেন তৎকালীন বাম সরকারকে। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি ও সিপিএম বলছে টাটা কেন বাংলার ছেলেমেয়েদের চাকরি দেবে? আমরা আলাদা করে কাউকে দেখিনি। আমাদের এখানে যারা বিনিয়োগ করতে চান তাদেরকে স্বাগতম।” পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি শুধু এটাই দেখতে চান যাতে কেউ জোর করে কৃষকদের জমি দখল না করে ।

শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে ন্যানো প্রকল্প না হওয়ার জন্য সরাসরি দায়ী করেন সিপিএমকে। এদিন কলকাতার সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরো তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, “আপনারা জোর করে জমি কেড়েছেন কৃষকদের। পুড়িয়ে মেরেছেন তাপসী মালিককে।” সিপিএমের পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এক হাত নেন টাটাদেরকেও। টাটা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “টাটারা আমাদের বিরুদ্ধে বিজ্ঞাপন দিয়েছিল যাতে আপনাদেরকে সবাই ভোট দেয়।”

Mamata Banerjee

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পেছনে ব্যাপকভাবে কাজ করেছিল সিঙ্গুরের জমি আন্দোলন। তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে সেই সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, বাম সরকার জোর করে কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করছে। এরপর আন্দোলন ও অনশনের মাধ্যমে প্রতিবাদ দেখিয়ে টাটাদের রীতিমতো রাজ্য থেকে চলে যেতে বাধ্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতগুলো বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় ফের একবার রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে সিঙ্গুরের ন্যানো কারখানা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর