এবার কী ভারতে ফিরে আসবে কোহিনুর? ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী হতেই উঠল জোরাল দাবি

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বসতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে। অতীতের সব রেকর্ড ভেঙেচুরে প্রথম ভারতীয় হিসেবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি। এমন অবস্থায় ভারতীয়রা ফের একবার পুরনো দাবিতে সোচ্চার হলেন নেট দুনিয়ায়। ঋষি সুনাকের ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার সিদ্ধান্ত চূড়ান্ত হতেই নেট দুনিয়ায় ভারতীয়রা দাবি করতে থাকলেন যে ভারতের কোহিনুর হীরে ব্রিটেন যাতে ফিরিয়ে দেয়।

গতকাল দীপাবলির উৎসবে যখন মেতে উঠেছিল সারা দেশ, তখন ব্রিটেনে তৈরি হচ্ছিল এক ইতিহাস। সোমবার ‘হাউস অফ কমন্স’-এ কনজারভেটিভ পার্টির অর্ধেকেরও বেশি সাংসদ ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাকের পক্ষে ভোট দেন। শেষ মুহূর্তে, প্রধানমন্ত্রীর দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর ফলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাস্তা অনেকটাই প্রশস্ত হয়ে যায় ঋষির পক্ষে। এরপর চূড়ান্ত ভোটাভুটিতে প্রধানমন্ত্রী হিসেবে ঋষির নামে সীলমোহর পড়তেই সোশ্যাল দুনিয়ায় নতুন করে চাগার দিয়ে ওঠে কোহিনুর ফেরানোর দাবি।

একজন নেট ব্যবহারকারী যেমন লিখেছেন, “ঋষি ইংল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী। এবার আমাদের কোহিনুর ফেরত দিন।” অন্য একজন ব্যবহারকারী মোদী ও ঋষির একটি একত্রের ছবি পোস্ট করে আবার লিখেছেন, “কিভাবে কোহিনুর ভারতে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা চালাচ্ছেন এরা।” এক ধাপ এগিয়ে অন্য এক ব্যবহারকারী আবার মজার ছলে বলেছেন, “ইংল্যান্ডের আর্থিক ব্যবস্থা সচ্ছল করার পর আশা রাখছি ঋষি বিজয় মালিয়া, নীরব মোদি ও কোহিনুরকে ভারতে পাঠানোর ব্যবস্থা করবেন।”

jpg 20221025 131553 0000

প্রসঙ্গত, ১৮৪৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোহিনুর হীরে ভারত থেকে নিয়ে যায় ইংল্যান্ডে। সেখানে এতদিন রানীর মুকুটে এই হীরে ব্যবহার করা হতো। রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর বিজেপির পক্ষ থেকেও বারবার আপত্তি জানানো হয়েছে ভবিষ্যতে রানীর মুকুটে কোহিনুর ব্যবহারকে নিয়ে। এই অবস্থায় ভবিষ্যতে কোহিনুরের ভবিষ্যৎ কি হয় এখন সেই দিকেই তাকিয়ে সবাই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর