NCC-র ফান্ড বন্ধ করে দিল রাজ্য সরকার! টাকা না পেয়ে ভবিষ্যৎ অথৈ জলে ক্যাডেটদের

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে এনসিসি (National Cadet Corps) ফান্ড না দেওয়ার অভিযোগ করছিল রাজ্য সরকারের বিরুদ্ধে আর অবশেষে এদিন তাদের সকল ফান্ড বন্ধ করে দিল সরকার। এই ঘটনায় ইতিমধ্যে চূড়ান্ত হতাশ এনসিসি। এ বিষয়ে তাদেরকে একটি চিঠি দিয়ে সমস্ত ঘটনার বিবরণ দিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত এডিজি।

গোটা ঘটনার প্রসঙ্গে NCC-র জনসংযোগ আধিকারিক (বাংলা শাখা) বলেন, “মার্চ মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এক্ষেত্রে অর্থ সচিব এবং মুখ্য সচিবের কাছে ফান্ড চেয়েছিলাম, তবে সমস্যার সমাধান হয়নি।”

তাদের দাবি, টাকা না মেলায় ক্যাম্পের আয়োজন পর্যন্ত করা যায়নি, এতে সমস্যার সম্মুখীন হয়ে পড়ে ক্যাডেটরা। এমনকি এক্ষেত্রে নতুন করে ক্যাডেট নিয়োগ পর্যন্ত করতে পারেনি এনসিসি। আর এই পরিস্থিতিতে ১০ কোটি বকেয়া টাকার মাঝেই বর্তমানে তাদের সকল ফান্ড বন্ধ করে সিদ্ধান্ত নিল সরকার।

প্রসঙ্গত, এনসিসি হল ভারতীয় সশস্ত্র বাহিনীর যুব শাখা। স্কুল এবং কলেজের সকল পড়ুয়াই এখানে অংশগ্রহণ করতে পারে। সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনীর জন্য কাজ করা হয়ে থাকে এনসিসিতে। তবে সেখানে ফান্ড দেওয়া কি কারণে বন্ধ হল, সে বিষয়ে সুস্পষ্ট কোন ধারণা মেলেনি। এক্ষেত্রে বাংলা থেকো একাধিক পড়ুয়াদের এনসিসির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার দ্বারা দেশপ্রেমের ভাবনা গড়ে তোলা হয়।

1661434574 mamata

উল্লেখ্য, সশস্ত্র বাহিনীতে যোগদানের আগে সকলকে সঠিক প্রশিক্ষণ দেওয়াই NCC-র প্রধান লক্ষ্য। তবে বর্তমানে রাজ্য সরকারের কাছে তাদের বকেয়া ১০ কোটি টাকা বলে দাবি, সেই মুহূর্তে দাঁড়িয়ে আচমকাই ফান্ড বন্ধ করে দেওয়ায় ইতিমধ্যেই বেকায়দায় পড়েছে বাংলার সকল ক্যাডেটরা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর