বিশ্বকাপে অঘটন! বাটলার, স্টোকস, মালান সমৃদ্ধ ইংল্যান্ডকে হারিয়ে বড় জয় পেল আয়ারল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্যায়ে প্রথম অঘটনটা ঘটে গেল বুধবার। বৃষ্টি আইনে ৫ রানে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে বড় জয় পেল আয়ারল্যান্ড। এই ইংল্যান্ড দল যাদের হাতে একাধিক টি-টোয়েন্টি ফরম্যাটের কিংবদন্তি পর্যায়ের ক্রিকেটার রয়েছেন, তারাই হার মানতে বাধ্য হলো আইরিশদের চোয়াল চাপা লড়াইয়ের সামনে।

টসে হেরেও ইংল্যান্ডের সাথে চোখে চোখ রেখে লড়াই করছিল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দশ ওভারে তারা ৯২ রান তুলে ফেলেছিল। যদিও ইংল্যান্ড শেষ ১০ ওভারে খেলা অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ১৯.২ ওভারে ১৫৭ রানে অল-আউট করে দেয় আইরিশদেরকে। সর্বোচ্চ রান করেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি (৬২)।

অতীতে অনেক বার ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতাও ছিল আইরিশদের! ভারতের মাটিতে ২০১১ ওডিআই বিশ্বকাপ তার সবচেয়ে বড় উদাহরণ। সেই ইতিহাস মাথায় নিয়ে দুরন্ত বোলিং করে পাওয়ার প্লে-তেই বাটলার, হেলস ও স্টোকসকে ফিরিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলে দেয় আয়ারল্যান্ডের।

1666772025589

যদিও ইংল্যান্ডদের ব্যাটিং ডেপথ ছিল অনেক মজবুত। তাই আশা শেষ হয়নি। ডাভিড মালানের ৩৫ রানের ইনিংসের পর মঈন আলী ১২ বলে ২৪* রান করে পাল্টা লড়াই শুরু করেন। কিন্তু ভাগ্য সাথ দেয় সাহসী আইরিশদের। ১৪.৩ ওভারে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডি/এল মেথডে তখন ইংল্যান্ডের দরকার ছিল ১১০, কিন্তু তারা তখন ছিল ৫ রান পেছনে। পরে খেলা আর শুরু না করা যাওয়ায় জয় পেল আয়ারল্যান্ড। ২ উইকেট নিয়েছেন আইরিশ বোলার জশুয়া লিটল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর