পঞ্চায়েত ভোটের মুখে কেষ্টর গড়ে নিখোঁজ TMC নেতা, রাস্তায় মিললো চটি ও মোবাইল ফোন

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের পূর্বে বাংলার একাধিক প্রান্ত থেকে উঠে আসা একের পর এক ঘটনায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কোথাও বোমাবাজির ঘটনা, আবার কোন প্রান্তে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র। সেই ধারা বজায় রেখে এবার অনুব্রতর (Anubrata Mondal) গড়ে নিখোঁজ হলেন তৃণমূল (Trinamool Congress) নেতা। এমনকি, রাস্তার ধার থেকে ওই ব্যক্তির মোবাইল ফোন, চটি এবং মোটরসাইকেল মেলায় উৎকণ্ঠায় তাঁর পরিবার। ইতিমধ্যেই তদন্তে নেমেছে স্থানীয় থানার পুলিশ।

ঘটনার কেন্দ্রস্থল বীরভূমের নানুরের বাসপাড়া অন্তর্গত সিধাই গ্রাম। গত শুক্রবার থেকে বাবুলাল শেখ নামে তৃণমূল নেতা নিখোঁজ বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, বাবুলাল ছাড়াও তাঁর বৌদি ডুলি বিবি এলাকার পঞ্চায়েত সদস্য। পরিবারের বাকিরাও তৃণমূল করতেন বলে জানা যাচ্ছে।

ডুলি বিবি জানান, “শুক্রবার রাতের পর থেকে বাবুলালের সঙ্গে বারংবার ধরে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। তবে এক্ষেত্রে কোন খোঁজ মেলেনি। এমনকি, তাঁর ফোন পর্যন্ত বন্ধ থাকে।”

সূত্রের খবর, গত শুক্রবার বিকেলের দিকে বাসপাড়া এলাকায় যাওয়ার জন্য বেরোলেও পরবর্তীতে বাবুলাল না ফেরার চিন্তায় পড়ে যান তাঁর পরিবারের সদস্যরা। পরবর্তীতে বাসপাড়ার সাঁতরাগ্রামের সাঁকোর কাছে রাস্তায় বাবুলালের চটি, মোবাইল ফোন এবং মোটরসাইকেল পড়ে থাকায় উৎকণ্ঠা আরও বহুগুনে বেড়ে যায় পরিবারের। এক্ষেত্রে বাবুলালের মোবাইল ফোন এবং মোটরসাইকেলের মধ্যে বাজারের ব্যাগ থাকলেও খোঁজ মেলেনি তৃণমূল নেতার।

Anubrata Mondal

পরবর্তীতে বাবুলালের পরিবারে তরফ থেকে নানুর থানায় মিসিং ডায়েরি পর্যন্ত করা হয়। ইতিমধ্যেই তৃণমূল নেতার খোঁজে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার পূর্বে অনুব্রতর ‘গড়’ বীরভূমকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। প্রতিবারই পঞ্চায়েত নির্বাচনে আগে কৌশল স্থির করেন অনুব্রত। তবে বর্তমানে গরু পাচার মামলায় হেফাজতে রয়েছেন তিনি। একইসঙ্গে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে হারিয়ে ক্ষমতা দখল করবে বলে দাবি করে চলেছে বিরোধীদল বিজেপিও। এই পরিস্থিতিতে বাবুলালের নিখোঁজ হওয়ার সঙ্গে কোন রাজনৈতিক যোগ রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত করছে পুলিশ।

ad

Sayan Das

সম্পর্কিত খবর