বাংলা হান্ট ডেস্ক : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) আজ অর্থাৎ সোমবার লখনউতে ‘জাতীয় দিব্যাং কাপ টি-টোয়েন্টি’ উদ্বোধন করেছেন। লখনউয়ের একনা স্টেডিয়ামে ক্রিকেট কাপের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিব্যাং ক্রিকেটারদের সাথে দেখা করেন। তিনি প্রতিবন্ধী ক্রিকেটারদের বক্তৃতা দিয়ে উৎসাহিত করেন। এই সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সর্দার বল্লভভাই প্যাটেলকেও স্মরণ করেন। তিনি বলেন, সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে আজ সারা দেশ জুড়ে কর্মসূচি শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সর্দার প্যাটেল জাতীয় দিব্যাং কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য আজ সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও ব্যাট হাতে খেলার চেষ্টা করতেও দেখা যায়। নিজে ক্রিকেট খেলে এই টুর্নামেন্ট শুরু করেন তিনি, যার ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে সিএম যোগীকে ২ বলে গ্রাউন্ড শট মারতেও দেখা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন যে সরকারের মন্ত্র হল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তিনি বলেন, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যেককে দেওয়াই তাঁর অগ্রাধিকার। সবাই আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নেয়। আট দিনের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করতে পেরে তিনি খুশি।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath plays cricket after the inaugural program of 'Sardar Patel National Divyang-T20 Cup' tournament, in Lucknow pic.twitter.com/un8e0w1acB
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 31, 2022
উদ্বোধনী অনুষ্ঠানে দিব্যাঙ্গজনদের সম্মান জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পদ্মশ্রী দীপা মালিককে সম্মান জানানোর সময় তিনি বলেন যে সবাই আপনার কাছ থেকে অনুপ্রেরণা নেয়। দীপা মালিকের প্রশংসা করে তিনি বলেন, আপনি অর্জুন পুরস্কার পেয়েছেন এটা আনন্দের বিষয়।