চলতি T-20 বিশ্বকাপে নিজের সাফল্যের পুরো কৃতিত্ব এই ভারতীয় ক্রিকেটারকে দিচ্ছেন অর্শদীপ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে ফেলেছে ভারতীয় দল। তার মধ্যে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের মুখোমুখি হতে হয়েছে তাদের। তিনটি ম্যাচেই অসাধারণ বোলিং করেছেন ভারতের বোলাররা। কোন ম্যাচেই বিপক্ষ দলের ব্যাটাররা ভারতীয় বোলিংকে মুহুর্মুহু আক্রমণ করতে পারেনি।

এই বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সফল বোলার হলেন অর্শদীপ সিং। এখনো অবধি তিনটি ম্যাচে তিনি ৭ উইকেট তুলে ভারতীয় দলের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিজের ঝুলিতে পুড়েছেন। দলে থাকা দুই অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামিকেও পেছনে ফেলে দিয়েছেন তিনি।

তবে অর্শদীপ এখনো পুরোপুরি নিখুঁত নন। তিনি নতুন বল হাতে হয়তো ভালো বোলিং করছেন কিন্তু তিনটি ম্যাচেই ডেথ ওভার গুলিতে তিনি বেশকিছু রান দিয়েছেন। তবে তিনি এখনো তরুণ। প্রতি ম্যাচে উন্নতি করছেন। তাই এইটুকু খামতি সহ্য করে নিতে অসুবিধা হচ্ছে না রোহিত শর্মার ভারতীয় দলের।

কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রথমবার মাঠে নেমে কি করে এত সফল অর্শদীপ। নিজের এই সাফল্যের জন্য ভুবনেশ্বর কুমারকে কৃতিত্ব দিচ্ছেন তিনি। এই বিশ্বকাপে এক প্রান্ত থেকে ভুভী বল হাতে ওপেন করলে অপর প্রান্ত থেকে বাঁ-হাতি তরুন তার জুড়িদার হয়েছেন আর এই ঘটনাই সাফল্য পেতে সাহায্য করেছে পাঞ্জাবি পেসারকে।

তরুণ ক্রিকেটার নিজে জানিয়েছেন যে ভুবনেশ্বর কুমারের উপস্থিতি তাকে কতটা সাহায্য করছে। তিনি বলেছেন, “চলতি বিশ্বকাপে আমি যেটুকু সাফল্য পেয়েছি তার পুরো কৃতিত্ব ভুবনেশ্বর কুমারের। উনি সিনিয়র হিসেবে আমাকে সু-পরামর্শ তো দিয়েই থাকেন, তার সাথে সাথে তিনি এক প্রান্ত দিয়ে এতই কৃপণ বোলিং করতে থাকেন যে ব্যাটাররা সবসময় আবার বোলিংয়ে বেশি ঝুঁকি নিতে চেষ্টা করেন। সেইজন্যই আমি নিয়মিত উইকেট পাচ্ছি।” ভারত নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো বোলিং করেও হারের মুখোমুখি হয়েছে। বাংলাদেশ এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে বাকি দুটি ম্যাচ জিতে সেমিফাইনালে পা রাখতে গেলে ভুবনেশ্বর এবং অর্শদীপ দুজনেরই নিজেদের সেরা ছন্দে থাকাটা প্রয়োজন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর