বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে চলেছে ভারতীয় দল। এখনো চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে ভারত। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও ব্যাটিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতার কারণে তাদের হার স্বীকার করতে হয়েছিল। আজকের ম্যাচে কোনোভাবে যদি ভারত জয় হাতছাড়া করে তাহলে তাদের সেমিফাইনালে যাওয়া নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হবে।
গত ম্যাচ গুলিতে ভারত যে ভুলগুলি করেছিল সেগুলি তাই আর আজকে করতে চান না তারা। চলতি বিশ্বকাপের তিনটি ম্যাচ দেখে একটা ব্যাপার সকলের কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে। সেটা হলো এই যে ভারতের সবচেয়ে দুর্বল জায়গা হল ওপেনিং। ব্যাঠাতে অধিনায়ক রোহিত শর্মা নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করলেও তিনি একেবারেই ছন্দে নেই। তবে তার চেয়েও বড় সমস্যা তৈরি হয়েছে অপর ওপেনার লোকেশ রাহুলকে নিয়ে।
চলতি বিশ্বকাপে এখনো অবধি একেবারেই ছন্দে দেখা যায়নি রাহুলকে। তিন ম্যাচ খেলার পর তারপর বর্তমান রান সংখ্যা মাত্র ২২। বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের ফর্ম টপ অর্ডারের ব্যর্থতা কিছুটা ঢেকে দিলেও এই নিয়ে চিন্তা কাটছে না ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কিন্তু রাহুলকে বাদ দেওয়ার কথা এখনই ভাবছে না কেউই। কোচ রাহুল দ্রাবিড়কে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে রাহুলের ফর্ম নিয়ে তারা খুব একটা চিন্তিত নন।
অস্ট্রেলিয়ায় নামার পর ভারতের প্রস্তুতি ম্যাচে খারাপ পারফরম্যান্স করেননি রাহুল। অস্ট্রেলিয়া আসার আগে দেশের মাটিতেও দুটি টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে ছন্দেই দেখা গিয়েছিল তাকে। কিন্তু আসল জায়গায় এখনও অবধি নিজের সেরাটা দিতে পারছেন না ভারতীয় ওপেনার। তাই এবার নিজে থেকে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছেন বিরাট কোহলি। নেটে একসঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করার পাশাপাশি দুজনকে দীর্ঘক্ষন নিজেদের মধ্যে কথা বলতে দেখা গিয়েছে।
বিরাট কোহলির সাথে কথা বলে তারপর ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও মনোবিদ প্যাডি আপটনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন রাহুল। রাহুল যখন নেটে প্র্যাকটিস করছিলেন তখন বিরাট কোহলিকে তার পাশে উপস্থিত থেকে তার ফুটওয়ার্ক এবং ব্যাটিং স্টান্স নিয়ে কিছু পরামর্শ দিতে দেখা যায়। এরপর বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় বাকি সময়টা ইন্ডোরেই অনুশীলন ছেড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। এখন দেখার বিরাট কোহলির পরামর্শ কাজে লাগিয়ে বাংলাদেশের বিরুদ্ধে রানী ফিরতে পারেন কিনা তারকা ভারতীয় ওপেনার।