বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি কয়লা এবং গরু পাচার মামলার দরুণ সরগরম গোটা বাংলা। বিশেষত, গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতারের পর থেকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে আর এবার অনুব্রত ‘ঘনিষ্ঠ’ আরো এক নেতাকে তলব করে বসলো সিবিআই (CBI)। ওই তৃণমূল নেতাকে আজই সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে খবর।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গরু পাচার মামলায় উত্তপ্ত রয়েছে বঙ্গ রাজনীতি। একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পাশাপাশি সম্প্রতি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। একইসঙ্গে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও ব্যবসায়ীদের নামে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পেয়েছে তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও কোটি কোটি সম্পত্তি এবং একাধিক জমির হদিশ পাওয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র।
এই মামলায় অতীতেও অনুব্রত-ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই আর সেই ধারা বজায় রেখে এদিন কলকাতায় তলব করা হলো এ মামলায় অন্যতম অভিযুক্ত নানুরের তৃণমূল নেতা কেরিম খানকে। এক্ষেত্রে অনুব্রত ‘ঘনিষ্ঠ’ কেরিম খান গরু পাচার মামলায় প্রত্যক্ষভাবে জড়িত বলে অনুমান সিবিআই অফিসারদের। শুধু তাই নয়, দুর্নীতি কাণ্ডে টাকার লেনদেনের সঙ্গেও তাঁর যোগসূত্র রয়েছে বলে অনুমান করা হচ্ছে আর এক্ষেত্রে এদিন জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক নয়া তথ্য সামনে উঠে আসবে বলেই অনুমান সিবিআইয়ের।
তবে কেরিম খানকে তলব অবশ্য এ প্রথম নয়; এর আগেও নানুরের তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। এক্ষেত্রে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পাওয়া যায় বলে খবর আর অবশেষে এদিন তাঁকে কলকাতায় ডেকে পাঠালো সিবিআই।
প্রসঙ্গত, গতকাল অনুব্রত ঘনিষ্ঠ অপর এক ব্যবসায়ী মলয় পিটকে তলব করে তদন্তকারী সংস্থা। এক্ষেত্রে বীরভূমের বুকে অনুব্রত মণ্ডলের নামে থাকা একটি চালকল এবং অন্যান্য ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাঁকে আর একইসঙ্গে এদিন কেরিম খানকে তলব মাঝে গরু পাচার মামলায় সিবিআই যে তদন্তের জাল ক্রমাগত গুটিয়ে আনার পথে, তা বলা বাহুল্য।