বাংলা হান্ট ডেস্কঃ ‘তৃণমূল কংগ্রেস যেভাবে খেলতে চায়, আমরা সেভাবেই খেলব’, বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি (Bharatiya Janata Party) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) কনভয় হামলার ঘটনায় রাজ্য প্রশাসনকে একহাত নিলেন সুকান্তবাবু। একইসঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও মুখ খোলেন তিনি।
উল্লেখ্য, এদিন দলীয় কর্মীদের সঙ্গে জনসংযোগ কর্মসূচিতে যোগদান করার জন্য আসছিলেন নিশীথ প্রামাণিক। তবে আচমকাই রাস্তায় বিজেপি নেতার কনভয়কে লক্ষ্য করে ইটবৃষ্টির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। পরবর্তীতে বিজেপি নেতার গাড়ি থেকে অসংখ্য কর্মী সমর্থকরা নেমে আসলে দুই পক্ষের মধ্যে বিবাদ ঘিরে উত্তেজনা ছড়ায়।
এই প্রসঙ্গে এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা চালানো হয়েছে। তার নিরাপত্তা বলে আর কিছুই বাকি রইল না। রাজ্যের আইন-শৃঙ্খলা ক্রমাগত তলানিতে গিয়ে ঠেকছে। আসলে বর্তমানে সরকারের হাতে আর কিছু নেই। আমি এখন থেকে বলে রাখছি, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হবে না।”
সুকান্তবাবু আরো বলেন, “কোচবিহারে বিজেপি যথেষ্ট শক্তিশালী পরিস্থিতিতে রয়েছে। ওখানকার জেলা সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। উনি আর নিশীথ প্রামাণিক একটি গাড়িতে ছিলেন যখন ওদের উপর হামলা হয়েছিল। অথচ এই ঘটনায় পুলিশ কিছুই করেনি।”
রাজ্য প্রশাসনকেও এদিন একহাত নেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, “মন্ত্রীর গাড়িতে যখন হামলা চালানো হয়েছিল, তখন পুলিশ কি করছিল? মদের ঠেক আর লটারির দোকান হয়তো পাহারা দিচ্ছিল তারা। আসলে বর্তমানে রাজ্যের পুলিশ একদম অপদার্থ হয়ে গিয়েছে। তৃণমূলের বহু নেতা রয়েছে, যাদের কোনো রকম শিক্ষা নেই। যোগ্যতা ছাড়া এরা রাজনীতিতে এসেছে। তবে আমি একটা বিষয় আশ্বস্ত করতে পারি, তৃণমূল যেভাবে খেলতে চায়, আমরা সেভাবে খেলব। কারন, প্রশাসনের উপর আমাদের ভরসা নেই।”
এদিনের ঘটনা প্রসঙ্গে নিশীথ প্রামাণিক জানান, “ওরা আমার গাড়ির লক্ষ্য করে ইটবৃষ্টি করেছিল। প্রাপ্য জবাব পেয়ে গিয়েছে। যে যেমন কাজ করবে, ঠিক সে রকমটাই ফেরত পাবে।” উল্লেখ্য, আর কয়েকদিন পরেই যখন পঞ্চায়েত নির্বাচন, তার আগে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা এবং এক্ষেত্রে বিজেপির পাল্টা জবাব ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠলো বাংলা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা