বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ইতিমধ্যে বেশ কিছু শ্বাসরোধকারী মুহূর্ত উপহার পেয়েছি। বেশ কিছু হাড্ডাহাড্ডি লড়াই ক্রিকেট প্রেমীদের উত্তেজনা শেষ সীমায় নিয়ে গিয়েছে। চলতি বিশ্বকাপে আমরা একাধিক এমন ইনিংস দেখেছি যেখানে সেই ব্যাটার প্রায় একার হাতে দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিয়েছেন। যেমন পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি, শ্রীলঙ্কার বিরুদ্ধে মার্কাস স্টোইনিস বা গ্লেন ফিলিপস।
কিন্তু এই প্রতিবেদনে আমরা আলোচনা করব এমন কিছু ইনিংস নিয়ে যেগুলি দুর্দান্ত তো ছিলই কিন্তু সেই খুলে দলকে জেতাতে পারেনি। চলতি বিশ্বকাপে আমরা এমন বেশ কয়েকটি ইনিংসও দেখেছি যেগুলি দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা ওই ক্রিকেটারদের সাধুবাদ জানিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই ইনিংস নিজেও দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। এমন তিনটে সেরা ইনিংসের কথাই এই প্রতিবেদনে আলোচনা করা হলো…
লরক্যান টাকার (৭১ বনাম অস্ট্রেলিয়া): ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও আইরিশদের পারফরম্যান্সের দিকে অনেকেই নজর রেখেছিলেন। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ অজিবাহিনীর সামনে টিকতে পারেনি আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৮৯ রানের স্কোর আয়ারল্যান্ডের সামনে রেখেছিল অস্ট্রেলিয়া। ৪২ রানের ব্যবধানে হয়েছিল আয়ারল্যান্ড। তাদের লজ্জা আরও বাড়তে পারতো কিন্তু লরক্যান টাকারের ৪৮ বলে করা ৭১ রানের ইনিংসটি আইরিশের মানরক্ষা করেছিল। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের বিরুদ্ধে ৯টি চার ও ১টি ছক্কা মেরেছিলেন আইরিশ উইকেটরক্ষক কিন্তু উল্টো দিক দিয়ে কোনও সতীর্থর সঙ্গ পাননি।
সূর্যকুমার যাদব (৬৮ বনাম দক্ষিণ আফ্রিকা): ভারতীয় দল চলতি বিশ্বকাপে এখনো যে চারটি ম্যাচ খেলেছে তার মধ্যে একটি ম্যাচেই হারের মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই হারের জন্য ভারতীয় ব্যাটিংয়ের খারাপ পারফরম্যান্সকেই দায়ী করা হয়। বাকি ভারতীয় ব্যাটাররা সেদিন চূড়ান্ত খারাপ পারফরম্যান্স করলেও একা কুম্ভ হয়ে ভারতকে সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। লুঙ্গি এনগিডি, আগুনে বোলিং সামলে ব্যাটিংয়ের জন্য কঠিন পরিস্থিতিতে ৪০ বলে ৬টি চার ও ৩ টি ছক্কা সহ ৬৮ রানের এই অসাধারণ ইনিংসটি খেলে তিনি ভারতকে ১৩৩ রানের স্কোর অবধি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার মিডিল অর্ডার এতই দুর্দান্ত পারফরম্যান্স করে যে সূর্য যাদবের ওই দুর্দান্ত ইনিংসটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়।
লিটন দাস (৬০ বনাম ভারত): ভারতের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে নামার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের মন্তব্য অনেক বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদেরই মন ভেঙে দিয়েছিল। শাকিব বলেছিলেন তারা বিশ্বকাপ জিততে আসেননি এবং যদি ভারতকে হারাতে পারেন সেটি একটি অঘটন হবে। কথাটি একপ্রকার সত্যি হলেও গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন বক্তব্য দলের মন বলে প্রভাব ফেলতে বাধ্য। তার ওপর প্রথমে ব্যাট করে ভারত যখন ১৮৪ রানের একটি বিশাল লক্ষ্য বাংলাদেশের সামনে লিখে রেখেছিল তখন ভারতীয় দলের সমর্থকরা তো বটেই বাংলাদেশের সমর্থকরা ও ধরে নিয়েছিলেন তারা বড় ব্যবধানে হারবেন। কিন্তু তেমনটা হয়নি, তার অন্যতম বড় কারণ হলো বাংলাদেশের ওপেনার লিটন দাসের ব্যাটিং। টুর্নামেন্টের দুরন্ত ফর্মে থাকা ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিংদের পিটিয়ে ২৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কা সহ ৬০ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন লিটন। কিন্তু বৃষ্টি ম্যাচের মাঝে বিঘ্ন ঘটায় এবং তারপর লোকেশ রাহুলের একটি দুর্দান্ত থ্রোয়ের দৌলতে লিটনকে ড্রেসিংরুমে ফিরতে হয় এবং সেখান থেকেই বাংলাদেশের পতন শুরু হয় ও শেষ পর্যন্ত মাত্র ৫ রানের ব্যবধানে ম্যাচ হারে তারা।