বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি আমেরিকায় গিয়ে চোখের অস্ত্রোপচার করেছেন তিনি। দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভোগার পর অবশেষে সুরাহা পেয়েছেন। যদিও তা নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। তবে এবার তাঁর মানবিক মুখের সাক্ষী থাকলো গোটা বাংলা। তিনি, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
বিগত বেশ কয়েক বছর ধরে চোখের সমস্যায় ভুগেছেন। কলকাতা থেকে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসার জন্য দৌড়ালেও সমস্যার সমাধান হয়নি। অবশেষে আমেরিকায় গিয়ে চোখের অপারেশন করেন তিনি। বর্তমানে বেশ কিছুটা সুস্থ রয়েছেন। যদিও এর মাঝে তাঁর অসুস্থতাকে কেন্দ্র করে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধী দলগুলি। তবে এর মাঝেই আমতলায় উৎসবের শুভেচ্ছা বিনিময় করার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন এক কর্মকাণ্ড ঘটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার জন্য তাঁর প্রশংসায় মেতেছে সকলেই।
গতকাল আমতলায় একটি দলীয় কার্যালয়ে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা আসছেন, এটা শুনেই সেখানে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য কর্মী সমর্থক এবং মানুষ। তবে এর মাঝেই ভিড়ের মধ্যে থেকে একটি বাচ্চা মেয়েকে দেখতে পান অভিষেক। এক্ষেত্রে তার চোখের সমস্যার কথা জানতে পেরে চিকিৎসার বিষয়ে খোঁজ নেন তিনি এবং পরবর্তীতে বাচ্চাটির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তৃণমূল নেতা। তবে এই প্রথম নয়, এর আগেও এক শিশুর চিকিৎসার সমস্ত রকম দায়িত্ব গ্রহণ করেছিলেন অভিষেক। তাঁর এই ব্যবহারে ইতিমধ্যে প্রশংসায় মেতেছে সকল মহল।
প্রসঙ্গত, সম্প্রতি চোখের অপারেশন শেষে আমেরিকা থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে চিকিৎসকদের নির্দেশে বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পর এদিন আমতলায় দলীয় কার্যালয়ে পৌঁছে গিয়ে বেশ খানিকক্ষণ ঘরোয়া আড্ডা দেন অভিষেক। এক্ষেত্রে জেলার নেতাদের পাশাপাশি বহু কর্মীরাই উপস্থিত ছিলেন সেখানে। পরবর্তীতে উক্ত আড্ডায় সামিল হন সেচ মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ ভৌমিক।
এক্ষেত্রে সেচ মন্ত্রীর কাছ থেকে বুড়িগঙ্গার ড্রেজিং-এর রিপোর্ট নেওয়ার পাশাপাশি আরো বেশ কিছু বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয় বলে খবর। এক্ষেত্রে জলপাইগুড়িতে তিনটি এবং আলিপুরদুয়ারে একটি জলপ্রকল্পের উদ্বোধনের ইস্যুতে পার্থবাবুকে জিজ্ঞাসা করেন তৃণমূল নেতা। ফলে সব মিলিয়ে চোখের অপারেশন শেষে ইতিমধ্যেই ফের একবার দলের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।